২০ জুন, ২০১৮ ১২:৩৩

অস্ট্রেলীয় গলফ কিংবদন্তীর মৃত্যু

অনলাইন ডেস্ক

অস্ট্রেলীয় গলফ কিংবদন্তীর মৃত্যু

অস্ট্রেলিয়ার অন্যতম সেরা গলফার ও পাঁচ বারের ওপেন চ্যাম্পিয়নশিপ বিজয়ী পিটার থমসন ৮৮ বছর বয়সে মারা গেছেন। বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় তিনি মেলবোর্নে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে গলফ অস্ট্রেলিয়া। পিটার থমসন চার বছর ধরে পারকিনসন রোগে ভুগছিলেন। 

                                                ১৯৬৩ সালের জুলাইয়ে 

১৯৫৪ সালে ব্রিটেনে প্রথম অস্ট্রেলীয় হিসেবে ওপেন চ্যাম্পিয়নশিপ জিতেন পিটার থমসন। মোট ৮৯টি পেশাদার টুর্নামেন্ট জিতেছেন তিনি। ১৯৭৯ সালে অর্ডার অব ব্রিটিশ এম্পায়ার এবং ২০০১ সালে অফিসার অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়ার খেতাবে ভূষিত হন তিনি। সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর