২১ জুন, ২০১৮ ১১:৪২

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় আহত ২৭

তিনজনের অবস্থা আশঙ্কাজনক

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় আহত ২৭

ময়মনসিংহের ফুলপুর উপজেলা সংলগ্ন তারাকান্দার কাকনীতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় ২৭ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, ঈদের ছুটি শেষে কর্মমুখী লোকজন ট্রাকে করে ঢাকায় যাচ্ছিলেন। ঢাকা-শেরপুর মহাসড়কের কাকনী অতিক্রম করার সময় ট্রাকটি  নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন মোছা: লিপি আক্তার (১৮), মো. মামুন মিয়া (৩০), আমিনা খাতুন (৪৫), হালুয়াঘাট উপজেলার ভাট্টা গ্রামের আবুল কাসেমের ছেলে নয়ন (২৬), রাজিয়া (৪৬), মো. এমদাদুল হক (১০), জিগারকান্দা গ্রামের অলিউলের ছেলে মো. আশরাফুল আলম (২৫), মো. আবুল কাসেম (৫০), মো. নয়ন মিয়া (৩০), মো. রামিম (৯), কাতুলি গ্রামের কাজিম উদ্দিনের ছেলে মো. এখলাস উদ্দিন (৩০),  জিগারকান্দা গ্রামের আশরাফুল আলমের স্ত্রী মোছা: পারভীন (২৫), বরই গ্রামের আক্রাম হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম (২৭), মোছা: সালমা খাতুন (৪০), হালুয়াঘাট উপজেলার ধুরাইল গ্রামের অলিউলের স্ত্রী মোছা: বিউটি আক্তার (৩৮), ধুরাইল গ্রামের অলিউলের ছেলে মো. মাসুদ (১৯), মো. অলিউল (২২), নীরব (৯), ফুলপুর উপজেলার গুপ্রেগাঁও গ্রামের আজিজুলের মেয়ে সুমি আক্তার (১০), রাকিন (৮), রাকিব (১০), ফুলপুর উপজেলার খিলা গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মোছা: নুরুন্নাহার (৪০), খিলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইজাজুল (১০), আকলিমা (৪৫)

 এ ব্যাপারে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত বলেন, আহত ২৭ জনের মধ্যে ধলির আব্দুস সালামসহ অজ্ঞাত দুই মহিলার অবস্থা আশংকাজনক। তাদেরকে জরুরি ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর