Bangladesh Pratidin

প্রকাশ : ১২ জুলাই, ২০১৮ ১৪:০৮ অনলাইন ভার্সন
হাথুরুসিংহে-চান্দিমাল দক্ষিণ আফ্রিকা সিরিজে নিষিদ্ধ
অনলাইন ডেস্ক
হাথুরুসিংহে-চান্দিমাল দক্ষিণ আফ্রিকা সিরিজে নিষিদ্ধ

বাংলাদেশ জাতীয় দলের সাবেক প্রধান কোচ ও বর্তমানে শ্রীলঙ্কা দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে, টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমাল ও দলের ম্যানেজার অসাঙ্কা গুরুসিনহা নিষিদ্ধ হয়েছেন। ফলে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচের টেস্ট সিরিজে থাকছেন না তারা। ফলে আজ বৃহস্পতিবার শুরু হতে যাওয়া গল টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিচ্ছেন সুরাঙ্গা লাকমল।  

 
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অ্যান্টিগা টেস্টে বল ট্যাম্পারিং এবং এরপর মাঠে নামতে আপত্তি জানানোয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাদের। ক্রিকেটীয় আইনের লেভেল থ্রি ভঙ্গের দায়ে শ্রীলঙ্কা ক্রিকেটের এই তিনজনের বিপক্ষে শুনানি হয়েছে আইসিসিতে। চান্দিমাল, হাথুরুসিংহে আর গুরুসিনহা নিজেদের দোষ মেনে নিয়েছেন। তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টেস্ট সিরিজে না থাকার সিদ্ধান্ত জানিয়েছেন।

খেলতে না পারলেও নিয়মিত অধিনায়ক চান্দিমাল থাকতে পারবেন ড্রেসিং রুমে। তবে কোচ হাথুরুসিংহে ও ম্যানেজার গুরুসিনহা থাকতে পারবেন না ড্রেসিং রুমে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

আপনার মন্তব্য

up-arrow