Bangladesh Pratidin

প্রকাশ : ১৩ জুলাই, ২০১৮ ০৬:১১ অনলাইন ভার্সন
জুভেন্টাসের হয়ে রিয়ালের বিপক্ষে খেলবেন না‌ রোনালদো!
অনলাইন ডেস্ক
জুভেন্টাসের হয়ে রিয়ালের বিপক্ষে খেলবেন না‌ রোনালদো!
bd-pratidin

এক সপ্তাহও কাটল না ক্রিশ্চিয়ানো রোনালদোকে সই করিয়েছে জুভেন্টাস। আগামী ৫ আগস্ট ওয়াশিংটনে জুভেন্টাস বনাম রিয়ালল মাদ্রিদ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে খেলবেন না সিআর সেভেন। 

বিশ্বকাপ থেকে পর্তুগাল ছিটকে যাওয়ার পর রোনালদো এই মুহূর্তে গ্রিসে ছুটি কাটাচ্ছেন। আগামী সোমবার জুভেন্টাস স্টেডিয়ামে পা রাখবেন তিনি। সম্ভবত ৩০ জুলাই থেকে প্র‌্যাকটিসে নামবেন সি আর সেভেন। 

ওই সময় জুভেন্টাস থাকবে মার্কিন মুলুকেই। ২৬ ও ২৮ জুলাই তারা প্রীতি ম্যাচ খেলবে বায়ার্ন মিউনিখ ও বেনফিকার সঙ্গে। ২ আগস্ট জুভেন্টাসের খেলা এমএলএস একাদশের সঙ্গে। ফলে এই সফরে নতুন দলের সঙ্গে থাকছেন না রোনালদো।  


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow