১৪ জুলাই, ২০১৮ ২২:২৫

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ

অ্যান্টিগা টেস্টে ইনিংস ও ২১৯ রানের লজ্জায় পড়া বাংলাদেশ জ্যামাইকা টেস্টে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে খেলতে নামে। তবে দ্বিতীয় টেস্টে ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। 

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৪ রানের জবাবে ১৪৯ রানেই অলআউট বাংলাদেশ দল। মাত্র ৫ রানের জন্য ফলোঅন এড়াতে পারেনি সাকিবরা। তবে দ্বিতীয় ইনিংসে কিছুটা ব্যাকফুটে স্বাগতিকরা। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর টেষ্টা করছেন সাকিবরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ৫ উইকেটে ৭৫ রান।

জ্যামাইকা টেস্টের তৃতীয় দিনের শুরুতেই উইকেটের দেখা পেয়েছেন সাকিব আল হাসান। সাকিবের বলে স্টাম্পিং হয়ে সাজঘরে ফেরেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ডেভন স্মিথ। 

প্রথম ইনিংসে ২ রান করা স্মিথ ফেরেন ১৬ রানে। আগের দিনের করা ৮ রান নিয়ে শনিবার তৃতীয় দিনে খেলতে নেমে ৮ রান যোগ করতেই বিপদে পড়ে যান স্মিথ।
 
শুক্রবার দিনের একিবারে শেষ মূহুর্তে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি তুলে নেয়া ক্রেইগ ব্রাথওয়েটকে মাত্র ৮ রানে বোল্ড করেছিলেন সাকিব।

বাংলাদেশ ১ম ইনিংস: ১৪৯/১০ (তামিম ৪৭, সাকিব ৩২, মুশফিক ২৪, লিটন ১২, তাইজুল ১৮, মিরাজ ৩; হোল্ডার ৫/৪৪)।

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৫৪/১০ (ব্রাথওয়েট ১১০, হিতমার ৮৬; মিরাজ ৫/৯৩, আবু জায়েদ ৩/৩৮)।

বিডি প্রতিদিন/১৪ জুলাই ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর