১৭ জুলাই, ২০১৮ ১৩:০১

বিশ্বকাপ ট্রফি হাতে ব্রিটিশদের 'বিদ্রুপ' করলেন পোগবা!

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ ট্রফি হাতে ব্রিটিশদের 'বিদ্রুপ' করলেন পোগবা!

সংগৃহীত ছবি

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারানোর ম্যাচে দুরন্ত একটি গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা পল পোগবা। আর তারপর সেই আনন্দেই কিনা বিশ্বকাপ ট্রফি নিয়ে উৎসবের সময় ইংল্যান্ডকে খোঁচা দেন পোগবা।

পোগবার অফিশিয়াল ইনস্টাগ্রাম লাইভে দেখা যায়, ড্রেসিংরুমে বিশ্বকাপ ট্রফি কোলে নিয়ে পগবা হাসতে হাসতে গাইছেন, 'ইটস কামিং হোম, ইটস কামিং হোম।' তাঁর এই কাণ্ড দেখে ফ্রান্স সতীর্থদের কয়েকজন হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিলেন। যদিও ভিডিওর শেষ দিকে পগবা ক্ষমা চেয়ে নিয়ে বলেন, 'এর পুরোটাই নিছক মজার ছলে ছিল।' তবে ব্রিটিশ গণমাধ্যম ব্যাপারটিকে এত সহজভাবে নেবে কি না, সে ব্যাপারে সন্দেহ রয়েছে।

নতুন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকবেন কি না, সেটি এখনও নিশ্চিত করে বলতে পারছেন না পোগবা। তার ওপর আবার এই কাণ্ড। তবে ফের ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে নামলে ইংল্যান্ডের দর্শকেরা তাকে ভালোভাবে মেনে নেবেন না বলেই ধারণা করছেন অনেকে।

উল্লেখ্য, জার্মানি, আর্জেন্টিনা, স্পেন, ব্রাজিল, পর্তুগালের মতো শক্তিশালী দলগুলো শেষ চারের আগেই রাশিয়া থেকে বিদায় নেয়। অন্যদিকে শেষ চারে ওঠে ইংল্যান্ড। তখনই ব্রিটিশ গণমাধ্যমগুলো প্রচার শুরু করে- বিশ্বকাপটা ঘরেই (ইংল্যান্ডে) ফিরছে। আর তাই ইংল্যান্ডের গণমাধ্যমগুলো ১৯৯৬ সালে ইউরো কাপের সময় ইংল্যান্ড সমর্থকদের তৈরি গানের একটি লাইন 'ইটস কামিং হোম' নিয়ে কোরাসে শোরগোল ফেলে দেয় রাশিয়ায়।

বিডি প্রতিদিন/ ১৭ জুলাই ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর