১৭ জুলাই, ২০১৮ ১৫:৪২

জুভেন্টাসে যোগ দিয়ে যা বললেন রোনালদো

অনলাইন ডেস্ক

জুভেন্টাসে যোগ দিয়ে যা বললেন রোনালদো

সংগৃহীত ছবি

একমাসের বিশ্বকাপ মিশন শেষে ক্লাব ফুটবলে ফিরতে শুরু করেছেন খেলোয়াড়রা। একে একে ফিরছেন যার যার ক্লাবে। কেউ আবার বেছে নিয়েছেন নতুন ক্লাবও। আর সেই তালিকায় রয়েছেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে তার নতুন ঠিকানা ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। আর নতুন জার্সি গায়ে তুলেই নতুন লক্ষ্যের কথা জানালেন এই মহাতারকা।

সোমবার রাতে আলিয়াঞ্জ স্টেডিয়ামে সিআর সেভেনের হাতে ক্লাবের সাদা কালো জার্সি তুলে দিলেন জুভেন্টাসের প্রেসিডেন্ট আন্দ্রে অ্যাগনলি। পর্তুগালের তারকার ক্লাবে অভিষেককে ঘিরে উত্তাল হয়ে গেলেন জুভেন্টাস সমর্থকরা। নতুন ক্লাবে প্রথম সাংবাদিক বৈঠকে রোনালদোর মন্তব্য, ‘জুভেন্টাসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল না। কারণ এই ক্লাবের কোচ (মাসিমিলিয়ানো অ্যালেগ্রি) অসাধারণ। ইতালির এটা সেরা ক্লাবও।’ 

তিনি আরও বলেন, ‘আমি জুভেন্টাসকে চ্যাম্পিয়ন্স লিগ দিতে চাই। সঙ্গে অবশ্যই সিরি আ খেতাবও।’ 

৩৩ বছর বয়সী রোনালদো বলেন, ‘আমি নিজেকে এখনও খুব ইয়ং বলেই মনে করি। আর সর্বদাই চ্যালেঞ্জ নিয়ে এগোই। সেটা স্পোর্টিং থেকে শুরু করে ম্যাচেস্টার হয়ে রিয়াল পর্যন্ত করেছি।’ আরও বলেন, ‘আসলে আমি খুব উচ্চাকাঙ্খী। তাই চ্যালেঞ্জ নিই। আশা করি এবারও সব ঠিকঠাকই হবে।’ 

রিয়াল প্রসঙ্গে বেশি কথা বলতে চাননি সিআর সেভেন। বলেছেন, ‘আমি বর্তমান নিয়ে থাকতে ভালোবাসি। তাই পিছন ফিরে তাকাতে চাই না।’

বিডি প্রতিদিন/ ১৭ জুলাই ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর