১৭ জুলাই, ২০১৮ ১৯:৪৮

ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসের মশাল

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসের মশাল

সংগৃহীত ছবি

২০১৮ সালের এশিয়ান গেমসের মশাল ভারতের নয়াদিল্লি থেকে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে। এশিয়ান গেমসের শুভেচ্ছা দূত সুশি সুশান্তি ভারত থেকে মশালটি বহন করে নিয়ে যান।

সোমবার রাতে ভারতের নয়াদিল্লি থেকে ইন্দোনেশিয়ার বিমানবাহিনীর বোয়িং ৭৩৭ এ করে মশালটি নিয়ে রওয়ানা দেন সুশান্ত। দীর্ঘ ১১ঘণ্টার যাত্রা শেষে মঙ্গলবার সকাল ৮টায় ইন্দোনেশিয়ার ইয়োগিয়াকার্তাতে বিমানটি অবতরণ করে। সেখানে তিনি এয়ার চিফ মার্শাল ইয়ো সুতিষ্ণার কাছে মশালটি হস্তান্তর করেন। এসময় ইয়োগিয়াকার্তার গভর্নর হেমেংকু বুয়োনো ও ইন্দোনেশিয়ার এশিয়ান গেমসের আয়োজক কমিটির প্রধান এরিক তোহায়ির উপস্থিত ছিলেন।

এশিয়ান গেমসের এ মশাল ইন্দোনেশিয়ার ১৮টি প্রদেশের ৫০টি শহরে প্রজ্জ্বলিত করা হবে।

প্রসঙ্গত, মশাল বহনকারী সুশি সুশান্ত নব্বইয়ের দশকের একজন ইন্দোনেশিয়া নারী ব্যাডমিন্টন তারকা। ১৯৯২ সালে তিনি অলিম্পিকে নারী এককে স্বর্ণ জয় করেন। এদিকে ১৯৫১ সালের পর এবার এশিয়ান গেমসের আয়োজক হতে যাচ্ছে ইন্দোনেশিয়া।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর