১৮ জুলাই, ২০১৮ ০২:৩৬

অনুশীলনে 'নো বল' করে ট্রোলড হলেন ভুবেনেশ্বর

অনলাইন ডেস্ক

অনুশীলনে 'নো বল' করে ট্রোলড হলেন ভুবেনেশ্বর

ফাইল ছবি

চোট রয়েছে। যার ফলে প্রথম দুটো একদিনের ম্যাচে খেলতে পারেননি। তবে ভুবেনেশ্বর কুমার চোট সারিয়ে উঠেছেন। সোমবার নেটে চুটিয়ে বোলিং অনুশীলন করেছেন ভুবি। কিন্তু নেটে একাধিকবার 'নো বল' করে ফেলেছেন তিনি। যার ফলে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হয়েছে তাকে। 

বিসিসিআই টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে ভুবেনেশ্বর একাধিকবার নো বল করেছেন। বিসিসিআই অবশ্য টুইটারে লিখেছে, ‘‌দেখুন নেটে কে বল করছে?‌’‌ তবে ভক্তরা কিন্তু ভুবিকে ট্রোলড করতে ছাড়েননি। 

এক ভক্ত বলেছেন, ‘‌নো বল করে চলেছে।’‌ আর একজন বলেছেন, ‘‌এটা তো বড় নো বল।’‌ অপর একজনের কথায়, ‘‌লাইনের এত বাইরে পা ফেলল ভুবি।’‌ আর এক ভক্তের কথায়, ‘‌নেটে হামেশাই নো বল করে। বোলিং কোচ কী করছে?‌’‌ 

আর একজন বললেন, ‘‌এই নো বলের জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফি হাতছাড়া হয়েছে।’‌ তবে ভারতের জাতীয় দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার অবশ্য ভুবির পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘‌ও কোয়ালিটি বোলার। আশা করছি তৃতীয় ম্যাচে ও নামতে পারবে।’ যদিও সেই তৃতীয় ম্যাচে ভুবেনেশ্বরকে নিয়ে মাঠে নামে ভারত। মাঠে নেমে ভুবি কোন 'নো বল' করেননি। ‌‌


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর