১৮ জুলাই, ২০১৮ ০৫:৩৬

ইংল্যান্ডের কাছে সিরিজ হার ভারতের

অনলাইন ডেস্ক

ইংল্যান্ডের কাছে সিরিজ হার ভারতের

ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের হারিয়ে ওয়ানডে সিরিজ জেতার রেকর্ড নেই ভারতের৷ খুব কাছে এসেও এবারও সেই সুযোগ হারাতে হল কোহলিদের৷ লিডসের মাঠে ৮ উইকেটে ম্যাচ জিতে ২-১ সিরিজ পকেটে ভরে নিল ইয়ন মর্গ্যানের ইংল্যান্ড৷ 

লিডসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়া বিরাটরা। নির্ধারিত ৫০ ওভারে ২৫৬ রান তোলে ভারত৷ ২৫৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে বেয়ারস্টোর ব্যাটে ঝড় শুরু করে ইংল্যান্ড৷ ব্রিটিশদের দুই ওপেনার বড় ইনিংস খেলতে না পারলেও রান রেট চেপে বসতে দেননি৷ তবে ইংল্যান্ডের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেন অধিনায়ক ইয়ন মর্গ্যান এবং জো রুট৷ 

দু'জনই অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন৷ ১২০ বলে অপরাজিত ১০০ রানের অনবদ্য ইনিংস খেলেন জো রুট৷ ৮৮ রানে অপরাজিত থাকেন অধিনায়ক ইয়ান মর্গ্যানও৷ যার ফলে ৫.৩ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মর্গ্যান বাহিনী৷

আগে ইংল্যান্ডের মাটিতে ভারত ১৯৮৩ বিশ্বকাপ এবং ২০০২ ন্যাটওয়েস্ট সিরিজ জিতেছে৷ যদিও কোনটাই ওয়ান ডে সিরিজ ছিল না৷ তবে দু’বারই ভারতের জয় রচিত হয়েছিল লর্ডসের ক্রিকেট মক্কায়৷ ১৯৮৩ সালের বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেশকে প্রথম বিশ্বজয়ের স্বাদ এনে দিয়েছিলেন কপিল দেব৷ ১৯ বছর পর ন্যাটওয়েস্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতেছিল সৌরভের ভারত৷ 

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর ‌‌

সর্বশেষ খবর