১৯ জুলাই, ২০১৮ ০১:৫৩

এবার নতুন ভূমিকায় ম্যারাডোনা

অনলাইন ডেস্ক

এবার নতুন ভূমিকায় ম্যারাডোনা

এবার নতুন ভূমিকায় দেখা যাবে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে। বেশ কয়েক মাস আগেই তিনি ঘোষণা দেন নতুন করে দায়িত্ব নিচ্ছেন বেলারুশ ক্লাব ডায়নামো ব্রেস্টের। আর এবার তাকে দেখা যাচ্ছে চেয়ারম্যানের ভূমিকায়। সোমবার আনুষ্ঠানিকভাবে ব্রেস্টের দায়িত্ব বুঝে পেয়েছেন এই আর্জেন্টাইন ‘ফুটবল ঈশ্বর’।

১৯৮৬ বিশ্বকাপ জয়ী ম্যারাডোনাকে পেয়ে উচ্ছ্বসিত ক্লাবটির পরিচালক ভিক্টর রাদকভ বলেন, 'বস ম্যারাডোনা যেহেতু আসবেন। আমার মনে হয় বিভিন্ন দেশ থেকে আমাদের খেলা দেখতে অনেকেই ভিড় জমাবেন।'

দুই বছর আগে প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল বেলারুসের ডায়নামো ব্রেস্ট ক্লাবটি। যদিও শেষ পর্যন্ত সেই অবস্থায় আর পড়তে হয়নি ক্লাবটিকে। এ ব্যাপারে রয়টার্সকে এক সমর্থক জানিয়েছেন ক্লাবটির করুণ দশার কথা, 'কয়েক বছর আগেও ক্লাবের তেমন অর্থ ছিল না। তাই তারা দলের জার্সি কিনতে সমর্থকদের দ্বারস্থ হতো। ফান্ড তৈরি করতেও তাদের হিমশিম খেতে হতো।' 

তবে ডায়নামো ব্রেস্টের বর্তমান দায়িত্বে আছে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারী। আর তাতেই যেন রাতারাতি বদলে গেছে ক্লাবটি। ঘরোয়া ফুটবলে ভিন্ন টুর্নামেন্টে জেতা হয়েছে দু'টি কাপ। এখন ৩০ হাজার আসনের আলাদা স্টেডিয়াম তৈরিরও চিন্তা করছে এর ম্যানেজমেন্ট। 

বিডি প্রতিদিন/ ১৯ জুলাই ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর