Bangladesh Pratidin

প্রকাশ : ১৯ জুলাই, ২০১৮ ০২:৪৯ অনলাইন ভার্সন
আর্সেনালে ২২ বছর কাটিয়ে দেওয়াটা ভুল ছিল: ওয়েঙ্গার
অনলাইন ডেস্ক
আর্সেনালে ২২ বছর কাটিয়ে দেওয়াটা ভুল ছিল: ওয়েঙ্গার
ফাইল ছবি

আর্সেনাল ডাগআউটে ২২টি বছর কাটিয়েছেন কোচ আর্সেন ওয়েঙ্গার। অবশেষ গত মৌসুম ক্লাবটির সঙ্গে সম্পর্কের ইতি টানেন তিনি। তবে এতো দিন পর ফ্রেঞ্চ কোচের মনে হচ্ছে, ২২ বছর এক ক্লাবে কাটিয়ে দেওয়াটা তার জীবনের সবচেয়ে বড় ভুল।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ওয়েঙ্গার। এসময় তাকে প্রশ্ন করা হয়, ক্যারিয়ারে তার সবচেয়ে বড় ভুল কি? এমন প্রশ্নে ওয়েঙ্গারের উত্তর দেন, ‘সম্ভবত একই ক্লাবে ২২ বছর কাটিয়ে দেওয়াটা ছিল বড় ভুল।’

ওয়েঙ্গার বলেন, ‘আমি এমন একজন, যিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পছন্দ করি কিন্তু আমি একই সঙ্গে চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। পরিবর্তন পছন্দ করি। এই সময়ে আমি একই চ্যালেঞ্জের মধ্যে বন্দি ছিলাম।’

আর্সেনাল ছাড়ার পর নতুন কোনো চাকরিতে অবশ্য যোগ দেননি ওয়েঙ্গার। 

বিডি প্রতিদিন/ ১৯ জুলাই ২০১৮/ ওয়াসিফ

আপনার মন্তব্য

up-arrow