Bangladesh Pratidin

প্রকাশ : ১৯ জুলাই, ২০১৮ ১১:৩০ অনলাইন ভার্সন
আপডেট : ১৯ জুলাই, ২০১৮ ১৪:৩৭
'সবার ভালো করার ইচ্ছা থাকে'
অনলাইন ডেস্ক
'সবার ভালো করার ইচ্ছা থাকে'
সংগৃহীত ছবি

বিশ্বকাপের উন্মাদনায় সাকিবদের টেস্ট সিরিজের ভগ্ন দশা আড়ালে চলে গেছে। বিশ্বকাপ শেষ। এবার ক্রিকেটে মুখ ফেরানোর পালা। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রবিবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে আজ প্রস্তুতি ম্যাচ। স্ত্রীর অসুস্থতার কারণে তার ওয়েস্ট ইন্ডিজ যাওয়া অনিশ্চিত হয়ে পড়লেও শেষ পর্যন্ত গেছেন মাশরাফি মুর্তজা। যদিও প্রস্তুতি ম্যাচে তাই খেলা হচ্ছে না ওয়ানডে অধিনায়কের। 

তবে দেশ ছাড়ার আগে মাশরাফি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজে খেলোয়াড়দের মানসিকতায় পরিবর্তন আনাই হবে তার প্রথম কাজ।

তিনি বলেন, ‘এই পর্যায়ে এসে কোনো খেলোয়াড়ই কম অনুশীলন করে না। সবার ভালো করার ইচ্ছা থাকে। আমার মনে হচ্ছে মানসিকতায় একটু পরিবর্তন আনা দরকার।’ 

ওয়ানডে দলে যোগ দেয়া এনামুল হক বিজয় মঙ্গলবার অনুশীলন শেষে বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হলে ওয়ানডে সিরিজে আমরা ভালো কিছু করতে পারব। দলের সবাই চেষ্টা করছে। ওয়ানডেতে আমরা ভালো করছি। এই সিরিজও ভালো হবে আশা করছি।’

বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে বছরের শুরুতে শ্রীলংকার বিপক্ষে দেশের মাটিতে। ছয় মাসেরও বেশি সময় পর আবার ৫০ ওভারের ম্যাচে চ্যালেঞ্জ নিতে হচ্ছে। ২২, ২৬ ও ২৮ জুলাই তিনটি ওয়ানডে।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

আপনার মন্তব্য

up-arrow