Bangladesh Pratidin

প্রকাশ : ১৯ জুলাই, ২০১৮ ১৭:৪০ অনলাইন ভার্সন
আপডেট : ১৯ জুলাই, ২০১৮ ১৭:৪৫
‘ওজিল গর্বের সঙ্গেই জার্মানির জার্সি পরে’
অনলাইন ডেস্ক
‘ওজিল গর্বের সঙ্গেই জার্মানির জার্সি পরে’

রাশিয়া বিশ্বকাপে অঘটন ঘটিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানি। তবে তারও আগে থেকে তীব্র সমালোচনার মুখে পড়েন দেশটির তারকা খেলোয়াড় মেসুত ওজিল। বিশ্বকাপ শেষ হলেও মাঠ ও মাঠের বাইরে তাকে নিয়ে কথা চলছেই। তবে তার জাতীয় দলের সতীর্থ কেরেম ডেমিরবে জানিয়েছেন, ‘গর্বের সঙ্গেই জার্মানির জার্সি পরে ওজিল’।

ওজিলকে নিয়ে সমালোচনা শুরু হয় মূলত বিশ্বকাপের আগেই। যেখানে তিনি ও জার্মানির আরেক ফুটবলার ইকলে গুন্দোগান তার্কিশ প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের সঙ্গে সাক্ষাত করেছিলেন। পরবর্তীতে গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপের ময়দানকে বিদায় জানায় জার্মানি। আর এই হারে সমালোচনা আরও তীব্র হয়। 

তবে ডেমিরবে বিশ্বাস করেন সতীর্থ ওজিলের সঙ্গে তুরস্কের সম্পর্ক খোঁজাটা অহেতুক, ‘যদি সবকিছু ঠিক থাকতো, তবে সবাই ঠিকই বলতো। তবে ঠিক হয়নি দেখেই ব্যক্তিগত একজনকে দোষারোপ করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠতে পারে না। মেসুত জাতীয় দলের জার্সি গর্বের সঙ্গেই পরে, যেমনটি আমি ও অন্যরা পড়ে।’

বিডি প্রতিদিন/ ১৯ জুলাই ২০১৮/ ওয়াসিফ

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow