Bangladesh Pratidin

প্রকাশ : ২০ জুলাই, ২০১৮ ০৬:২৭ অনলাইন ভার্সন
মাঠের বাইরেও দুর্দান্ত ‘সেভ’ সেই সুবাসিচের! (ভিডিও)
অনলাইন ডেস্ক
মাঠের বাইরেও দুর্দান্ত ‘সেভ’ সেই সুবাসিচের! (ভিডিও)
ফাইল ছবি

রাশিয়া বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ড্যানিয়েল সুবাসিচ ৷ পেনাল্টি শ্যুট আউট থেকে শুরু করে মাঠে গোলবারের সামনে তার কারিশমা সবসময়ই নজর কেড়েছে ফুটবল ভক্তদের ৷ তবে এবার তিনি যেটা করলেন তা নিঃসন্দেহে অন্যতম সেরা ‘সেভ’ ৷ 

নিজ দেশে ফিরে হুড খোলা বাসে শহর ঘুরছিল ক্রোয়েশিয়া ফুটবল দল ৷ বিশ্বকাপের ফাইনালিস্টদের সমর্থনে রাস্তার ধারে জড়ো হয়েছিলেন শহরবাসী ৷ ফুটবলাররাও বাসের মাথায় উঠে আনন্দ করছিলেন ৷ এমন সময়েই ঘটে যাচ্ছিল অঘটন ৷ 

বাসের মাথায় দাঁড়িয়ে থাকা অবস্থায় পা ফস্কে পরে যাচ্ছিলেন ভিদা ৷ সেই মুহূর্তেই সুবাসিচ তাকে ধরে বসেন। সুবাসিচ তাকে ধরে না ফেললে ঘটে যেতে পারত বিপর্যয় ৷ তবে মাঠের মতো মাঠের বাইরেও যে তিনি সদা সতর্ক  ও ‘সুপার সেভার’ সেটাই প্রমাণ করলেন ৷


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

আপনার মন্তব্য

up-arrow