২০ জুলাই, ২০১৮ ১৬:৪৪

ডাবল সেঞ্চুরি করে ইতিহাসে ফখর জামান

অনলাইন ডেস্ক

ডাবল সেঞ্চুরি করে ইতিহাসে ফখর জামান

সংগৃহীত ছবি

ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন পাকিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান ফখর জামান।

বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে এ রেকর্ড গড়েন ফখর জামান। মাত্র ১৪৮ বলে ২৪টি চার ও ৫টি ছক্কার মারে তিনি ডাবল সেঞ্চুরি করেন। ফলে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম কোনও পাকিস্তানি ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন।

ওয়ানডে ক্রিকেটর ইতিহাসে এটি ৮ম ডাবল সেঞ্চুরি। এর আগে পাঁচজন ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করতে পেরেছেন। তারা হলেন রোহিত শর্মা, শচীন টেন্ডুলকার, ক্রিস গেইল, মার্টিন গাপটিল। এর মধ্যে ভারতের রোহিত শর্মা সর্বোচ্চ ৩ বার ডাবল সেঞ্চুরি করেন।

এদিকে একই দিনে আরেকটি রেকর্ড গড়েন ফখর জামান ও ইমাম উল হক। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়ে রেকর্ড গড়েছেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ৩০৪ রান সংগ্রহ করে এ রেকর্ড গড়েন তারা। ফখর জামান ১৬৯ ও ইমাম উল হকের ১১৩ রান করেন। ৪২তম ওভারের শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে ১১৩ রানে  ইমাম উল হক আউট হলে জুটি ভাঙে। 

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর