শিরোনাম
২২ জুলাই, ২০১৮ ১১:৫১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

ফাইল ছবি

সময়টা মোটেও ভালো যাচ্ছে না টিম বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে লজ্জাজনক হোয়াইটওয়াশ হওয়ার পর টাইগারদের সামনে এবার ওয়ানডে সিরিজ মিশন। রবিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দ্য প্রভিডেন্স স্টেডিয়ামে ক্যারিবীয়দের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।

রঙিন পোশাকের ক্রিকেটে বাংলাদেশ ভিন্ন এক দল। বিশেষ করে নিজের দেশের মাটিতে বাংলাদেশ তুলনামূলক শক্তিশালী দল। তবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সাফল্য পেতে বেগ পেতে হবে কিনা মাশারাফিবাহিনীর তা বলা যাচ্ছে না। কিন্তু ভরসা হিসেবে থাকছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজেই। এছাড়া, বৃহস্পতিবারের প্রস্তুতি ম্যাচে ৪ উইকেটের জয় বাংলাদেশ দলে আত্মবিশ্বাস যে বাড়িয়েছে তা বলাই বাহুল্য।

এছাড়া রুবেল হোসেন, মোস্তাফিজের মতো অভিজ্ঞ পেসার আছেন, আছেন সাকিব-মোসাদ্দেকের মতো স্পিনার। ব্যাট হাতে তামিম, মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহ’র মতো অসাধারণ ব্যাটসম্যান।

অন্যদিকে, ওয়ানডে সিরিজটি ওয়েস্ট ইন্ডিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড বিশ্বকাপকে সামনে রেখে দল সাজিয়েছে ক্যারিবীয়ানরা। তাইতো দলে জায়গা হয়নি ফর্মের বাইরে থাকা মারলন স্যামুয়েলস, কার্লোস ব্র্যাথওয়েটের মতো তারকাদের। বিশ্রামে রাখা হয়েছে টেস্ট সিরিজে খেলা পেসার কেমার রোচকে।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): 
তামিম ইকবাল, লিটন দাস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ (সম্ভাব্য): 
ক্রিস গেইল, এভিন লুইস, শাহি হোপ, কাইরন পাওয়েল, শিমরন হ্যাটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্র বিশু, কেমো পল, আলজারি জোসেফ।

বিডি প্রতিদিন/ ২২ জুলাই ২০১৮/ ওয়াসিফ 

সর্বশেষ খবর