২২ জুলাই, ২০১৮ ১৩:১৮

ভিএআর বিতর্ক তুঙ্গে, সন্তুষ্ট ফিফা

অনলাইন ডেস্ক

ভিএআর বিতর্ক তুঙ্গে, সন্তুষ্ট ফিফা

ফাইল ছবি

রাশিয়া বিশ্বকাপের শুরু থেকেই আলোচনা কিংবা বিতর্কের কেন্দ্রে ছিল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)। বারবারই প্রশ্ন উঠেছে রেফারিদের সিদ্ধান্তকে ঘিরে। আবার প্রশ্ন উঠেছে ভিএআরের সিদ্ধান্ত নিয়েও।

বিশেষ করে ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের ফাইনাল ম্যাচে রেফারিং এবং ভিএআর সিস্টেম নিয়ে যতই বিতর্ক উঠে তুঙ্গে। তবে এ নিয়ে চিন্তা করছে না আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। রেফারি ও ভিএআরের পাশে দাঁড়িয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। 

এ ব্যাপারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, আগেই জানিয়ে ছিলাম অন্যতম সেরা বিশ্বকাপ হতে চলেছে ২০১৮ সালের আসর। আর বাস্তবে সেটাই হল। তবে, এর অধিকাংশ কৃতিত্বই রেফারিদের। এত ভালভাবে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হয়েছে রেফারিদের জন্য।

এছাড়া ভিএআরের প্রশংসা করে ফিফা প্রেসিডেন্ট বলেন, ভিএআর ফুটবলের কোনো পরিবর্তন করেনি, বরং খেলার মধ্যে স্বচ্ছতা এনেছে। রেফারিরা খুশি মনে ভিএআর গ্রহণ করায়ও খুশি ইনফান্তিনো।

বিডি প্রতিদিন/ ২২ জুলাই ২০১৮/ ওয়াসিফ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর