২২ জুলাই, ২০১৮ ১৫:১৬

'দৃষ্টিকটু' মন্তব্য করে আবারও আলোচনায় হাসান আলী

অনলাইন ডেস্ক

'দৃষ্টিকটু' মন্তব্য করে আবারও আলোচনায় হাসান আলী

বিতর্কিত মন্তব্য করে আবারও আলোচনায় এলেন পাকিস্তানি পেসার হাসান আলী। অন্যভাবে বললে, তিনি বরাবরই একটু বেশি আবেগপ্রবণ। জনসমক্ষে সেই আবেগ ঠিকঠাক সামলাতে পারেন না। ফলে প্রকাশ্যে তিনি বিভিন্ন দৃষ্টিকটু কাণ্ড ঘটিয়ে বসেন। আর এবারও তেমনই এক মন্তব্য করলেন ২৪ বছর বয়সী এই পাকিস্তানি পেসার।

উইকেট শিকারের পর এক-এক জন পাক বোলারের সেলিব্রেশনের স্টাইল এক-এক রকম। শোয়েব আখতার যেমন উইকেট পেলে দু'হাত ছড়িয়ে দিয়ে উদযাপন করতেন। শাহিদ আফ্রিদি দু'হাত ও পা ছড়িয়ে দিয়ে এক জায়গায় দাঁড়িয়ে সেলিব্রেট করতেন। তার দু'হাতের তর্জমা আকাশের দিকে তাক করা থাকত। হাসান আলির সেলিব্রেশনের স্টাইলও অনেকটা আফ্রিদির মতো।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে সাক্ষাত্কারের সময় তার ও আফ্রিদির সেই সেলিব্রেশনের স্টাইল নিয়েই কথা বলছিলেন আলি। তখনই বলে ফেললেন, ''আমি ব্যাটসম্যানদের দিকে একটা করে বোমা ছুঁড়ে দিই। আর ব্যাটসম্যানরা উড়ে যায়। পাকিস্তানের হয়ে অভিষেকের দিন থেকেই আমার সেলিব্রেশনের স্টাইল একই রকম। প্রথমে আঙুল দুটো মাটির দিকে রাখি। তার পর সেটা আকাশের দিকে ছুঁড়ে দিই। আসলে দর্শকরা আমাদের থেকে এমন সেলিব্রেশন দেখতে ভালবাসেন। ওরা তো মনোরঞ্জনের খোঁজেই মাঠে আসেন।''

পাক বোলার হয়তো অবচেতন মনেই বোমা ছোঁড়ার কথাটা বলেছিলেন। কিন্তু মিডিয়া সেটাকে মোটেও সাধারণভাবে নেয়নি। প্রকাশ্যে একজন ক্রিকেটারের এমন মন্তব্য করা কতটা যুক্তিযুক্তি তা নিয়ে তর্জা শুরু হয়েছে। আর এমন মন্তব্য করার পর আলি আপাতত চুপচাপ।  

বিডি প্রতিদিন/ ২২ জুলাই ২০১৮/ ওয়াসিফ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর