২৩ জুলাই, ২০১৮ ১২:৫৪

অপ্রতিরোধ্য তামিম, জানালেন 'নতুন অনুপ্রেরণা'র কথা

অনলাইন ডেস্ক

অপ্রতিরোধ্য তামিম, জানালেন 'নতুন অনুপ্রেরণা'র কথা

সংগৃহীত ছবি

ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজে লজ্জাজনক হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ছন্দে ফিরেছেন টাইগাররা। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৮ রানের জয় তুলে নিয়েছে টিম বাংলাদেশ। ২৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপে ৯ উইকেটে মাত্র ২৩১ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। 

এদিন বাংলাদেশ আগে ব্যাট করে তামিম-সাকিবের ২০৭ রানের নান্দনিক জুটি গড়েন। তামিম ১৬০ বলে ১০টি চার ও ৩টি ছক্কার মারে ১৩০ রান করে অপরাজিত থাকেন। আর সাকিব করেন ৯৭ রান। শেষ দিকে মুশফিক ১১ বলে ৩০ রানের ছোট একটি ঝড় তুলে বিদায় নেন। অন্যদিকে, বল হাতে দুর্দান্ত ছিলেন অধিনায়ক মাশরাফি। ৩৭ রান দিয়ে চার উইকেট তুলে নেন তিনি।

এ ব্যাপারে তামিম বলেন, ‘এটা এমন একটা ফরম্যাট, যেখানে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের নতুন অধিনায়ক ছিলেন। ছিল তার নতুন অনুপ্রেরণা।’

টাইগার এই ওপেনার আরও বলেন, ‘প্রথম দশ ওভার খুব কঠিন ছিল। ২৫ ওভারের পর একটু সহজ মনে হয়। সৌভাগ্যবশত মুশফিক শেষদিকে অতিরিক্ত ২০-৩০ রান যোগ করে।’

এই জয়ের মধ্য দিয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল মাশরাফি বাহিনী।

বিডি প্রতিদিন/ ২৩ জুলাই ২০১৮/ ওয়াসিফ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর