Bangladesh Pratidin

প্রকাশ : ১০ আগস্ট, ২০১৮ ১৫:০১ অনলাইন ভার্সন
প্রথম দিনেই কেন ম্যাচ, বিরক্ত মোরিনহো
অনলাইন ডেস্ক
প্রথম দিনেই কেন ম্যাচ, বিরক্ত মোরিনহো

ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে শুক্রবার রাত থেকে। আর প্রথম ম্যাচেই ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে লেস্টার সিটির বিরুদ্ধে।

তবে ম্যানইউ'র ম্যানেজার জোসে মোরিনহো মোটেও ইংলিশ প্রিমিয়ার লিগের সূচি পছন্দ করেননি। তিনি বলেছেন, ‘‘সবাই বলেন, আমি সব সময় খারাপ খারাপ কথা বলি। এ বার অন্তত ভালোভাবে জানাই যে আমাদের কপাল নেহাতই খারাপ বলে শুক্রবারই দলকে মাঠে নামতে হচ্ছে। রবিবারও আমাদের খেলা দেওয়া যেত। অথবা অন্য যেকোন দিন।’’

নতুন মৌসুমের প্রথম ম্যাচের আগে মোরিনহোর মেজাজ আরও খারাপ কারণ তিনি তার সবচেয়ে বিশ্বস্ত ফুটবলার নেমানিয়া মাতিচকে পাচ্ছেন না তিনি। তার চোটের জায়গায় অস্ত্রোপচার হয়েছে। চোট আছে এরিক বেইলি ও অ্যান্ডার এরেরারও।

বিডি প্রতিদিন/ ১০ আগস্ট ২০১৮/ ওয়াসিফ

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow