১৩ আগস্ট, ২০১৮ ১৯:৫২

শীর্ষস্থান হারালেন কোহলি

অনলাইন ডেস্ক

শীর্ষস্থান হারালেন কোহলি

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে রবিবার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ইনিংস ও ১৫৯ রানে হেরেছে ভারত। এতে সিরিজে ০-২'তে পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। যদিও এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে দল হারলেও দুর্দান্ত খেলেছিলেন ভারতের অধিনায়ক কোহলি। একটি সেঞ্চুরিসহ করেছিলেন ২০০ রান। এর ফলও হাতে হাতেই পেয়েছিলেন তারকা এই ব্যাটসম্যান। নিষেধাজ্ঞায় থাকা অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে হটিয়ে আইসিসি টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছিলেন তিনি। 

তবে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলের ভরাডুবির সঙ্গে নিজেরও খেলার ছন্দ হারিয়ে ফের দ্বিতীয়স্থানে চলে গেলেন কোহলি। ফলে আবারও শীর্ষস্থান দখল করলেন স্মিথ।

লর্ডসে দ্বিতীয় টেস্টে লজ্জাজনকভাবে হারার ম্যাচে কোহলির ব্যাট থেকে দুই ইনিংসে আসে যথাক্রমে ২৩ ও ১৭। ফলে দলও পড়েছে মুখ ধুবরে। প্রথম ইনিংসে ১০৭ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৩০ রানে গুটিয়ে যায় ভারত।

এছাড়া ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষ দশে উঠে এসেছেন লর্ডসে ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ৯৩ ‍রান করা জনি বেয়ারস্টো। তিন ধাপ এগিয়ে বর্তমানে ৯-এ রয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। একধাপ পিছিয়ে দক্ষিণ আফ্রিকার ডিন এলগান ১০-এ চলে গেছেন।

দ্বিতীয় টেস্টে ম্যাচ সেরা হওয়া ক্রিস ওকস ৩৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৫০তম ব্যাটিং র‌্যাংকিংয়ে এসেছেন।

এদিকে বোলিং র‌্যাংকিংয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৯০০ রেটিং পয়েন্ট পেলেন ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন। লর্ডসে ৯ উইকেট নিয়ে সপ্তম ইংলিশ বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। ফলে দক্ষিণ অাফ্রিকার পেসার কাগিসো রাবাদার থেকে এগিয়ে বোলিং র‌্যাংকিংয়ে শীর্ষ অবস্থান ধরে রাখলেন এই বাঁহাতি। যদিও র‌্যাংকিংয়ে শীর্ষ ১০ বোলারের কোনো পরিবর্তন হয়নি।

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ভারনন ফিল্যান্ডরকে পেছনে ফেলে তিনে উঠে এসেছেন ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন। লর্ডসে তিনিই ভারতের দুই ইনিংসে সর্বোচ্চ স্কোরার ছিলেন। এ তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর