১৪ আগস্ট, ২০১৮ ০৮:৩৯

লর্ডস টেস্টে ভারতের লজ্জাজনক হারের পর যা বললেন প্রাক্তনরা

অনলাইন ডেস্ক

লর্ডস টেস্টে ভারতের লজ্জাজনক হারের পর যা বললেন প্রাক্তনরা

এজবাস্টনে সিরিজের প্রথম টেস্ট ৩১ রানে হারের পর ঐতিহ্যের লর্ডসে ভারতের বিরাট ভরাডুবি টিম ইন্ডিয়ার। লর্ডস টেস্টে ইনিংস ও ১৫৯ রানে ভারতের হারে লজ্জিত প্রাক্তনরা। প্রথম দু’টি টেস্ট হেরে পাঁচ ম্যাচের সিরিজে ০-২ পিছিয়ে বিরাট কোহলির দল।

ইংলিশদের বিপক্ষে ভারতের এমন পারফরম্যান্সের তীব্র সমালোচনা করেছেন প্রাক্তনরা। লক্ষ্ণণ টুইটারে লিখেছেন, অনুপযুক্ত পরিবেশে প্রতিপক্ষ ভালো খেললো কিন্তু ভারতীয় ব্যাটসম্যান কোনো লড়াই ছাড়াই হার মানল। আশা করব এখান থেকে শিক্ষা নিয়ে ভারতীয় ব্যাটসম্যান নিজেদের ঠিকভাবে প্রয়োগ করবে।’

লর্ডস টেস্ট জয়ে ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়েছেন শচীন টেন্ডুলকার। ইংল্যান্ড বোলিংয়ের প্রশংসার পাশাপাশি বিরাট কোহলিদের ‘পুল আপ দেওয়ার সকস’-এর পরামর্শ দিচ্ছেন কিংবদন্তি ব্যাটসম্যান।

ভারতীয় ব্যাটিং সম্পর্কে বীরেন্দ্র শেবাগ টুইটারে লিখেছেন, সাধারণত দল যখন ভালো না-খেলে তখন আমাদের উচিত ওদের পাশে দাঁড়ানো। কিন্তু কোন লড়াই ছাড়াই হতাশজনক পারফরম্যান্স দেখা যায় না। আশা করব, আত্মবিশ্বাস ও মানসিকভাবে চাঙ্গা হয়ে ভারত সিরিজে ঘুরে দাঁড়াবে।’

ভারতীয় ব্যাটসম্যানদের তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন অফ-স্পিনার বিষেণ সিং বেদী এবং লর্ডসে ভারতের ন্যাটওয়েস্ট সিরিজ জয়ের নায়ক মোহাম্মদ কাইফ।

বিডি প্রতিদিন/ ১৪ আগস্ট ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর