১৪ আগস্ট, ২০১৮ ১৫:৫৪

ফের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্মিথ, অবস্থান ধরে রেখেছেন সাকিব

অনলাইন ডেস্ক

ফের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্মিথ, অবস্থান ধরে রেখেছেন সাকিব

সংগৃহীত ছবি

বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে গত কয়েক মাসে মাঠের বাইরে অজি ক্রিকেটার স্টিভেন স্মিথ। তবুও ব্যাটসম্যানদের টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন এ অস্ট্রেলিয়ান। সাউথ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং করে ধরা পড়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) গত মার্চে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ মাসের জন্য নিষিদ্ধ করে।

আর এই সুযোগে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসে ২০০ রান করে বিরাট কোহলি শীর্ষস্থান দখল করেছিলেন। দ্বিতীয় টেস্টে মাত্র ৪০ করায় আবার দ্বিতীয় স্থানে নেমে গেছেন। স্মিথের রেটিং ৯২৯। কোহলির ৯১৯। ৮৫১ রেটিং নিয়ে জো রুট আছেন তিন নম্বরে।

বোলারদের তালিকায় অ্যান্ডারসন শীর্ষে আছেন। ১৯৮০ সালের পর প্রথম ইংলিশ বোলার হিসেবে ৯০০ রেটিং পয়েন্ট অতিক্রম করেছেন। তার পয়েন্ট এখন ৯০৩।

বাংলাদেশ থেকে সাকিব আল হাসান ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ উন্নতি করে ২০ নম্বরে আছেন। আর বোলারদের তালিকায় আছেন ২১ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষেই আছেন।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর