১৪ আগস্ট, ২০১৮ ১৬:৩৪

অবসরের ঘোষণা দিলেন ডেভিড সিলভা

অনলাইন ডেস্ক

অবসরের ঘোষণা দিলেন ডেভিড সিলভা

ইনিয়েস্তা ও জেরার্ড পিকের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার ডেভিড সিলভা। নিজের টুইটার অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে ম্যানচেস্টার সিটি এই মিডফিল্ডার নিজের সিদ্ধান্তের কথা জানান। 

২০১০ সালের বিশ্বকাপ জয়ী ও ২০০৮ ও ২০১২ সালের ইউরোতে খেলা স্পেন দলের সদস্য ছিলেন সিলভা। ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সিলভা স্পেনের হয়ে ১২৫টি ম্যাচ খেলেছেন।

টুইটারে সিলভা লিখেছেন, ‘যা কিছু অর্জন করেছি তার সবকিছু নিয়ে আমি দারুণ খুশী। আমি সবসময়ই এমন একটি দলের স্বপ্ন দেখতাম যে দলটি মানুষের মনে আজীবন থাকবে। এমন একটি সময় আমি দল ছেড়ে যাচ্ছি যে স্মৃতিগুলো সত্যিই ভোলার নয়। বিশেষ করে কোচ হিসেবে লুইস আরাগোনসের কথা আমি কখনই ভুলবো না, তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি।’

রাশিয়া বিশ্বকাপে স্বাগতিকদের কাছে শেষ ১৬’তে পেনাল্টি শুট আউটে পরাজিত হয়ে বিদায় নেয় স্পেন। সেটাই ছিল সিলভার ক্যারিয়ারে শেষ আন্তর্জাতিক ম্যাচ। স্পেনের বিশ্বকাপ দল থেকে আন্দ্রেস ইনিয়েস্তা ও জেরার্ড পিকের পরে তৃতীয় খেলোয়াড় হিসেবে সিলভা অবসরের ঘোষণা দিলেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর