১৪ আগস্ট, ২০১৮ ১৬:৪৩

লর্ডস টেস্টে ছেলের জায়গায় বাবার নাম!

অনলাইন ডেস্ক

লর্ডস টেস্টে ছেলের জায়গায় বাবার নাম!

ভারতকে ইনিংস এবং ১৫৯ রানে হারিয়ে দ্বিতীয় টেস্টেও জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। প্রথম টেস্টের পর লর্ডসের মাটিতে একই চিত্রের প্রতিফলন। যা উপভোগ করেছেন উপস্থিত সব মানুষই। এতো গেল ম্যাচের কথা। হোম টিম জিতলে দর্শকেরা তো খুশি হবেনই। কিন্তু একই সঙ্গে কিছুটা মজাও উপভোগ করলেন তারা।

ভারতের দ্বিতীয় ইনিংসে ৩১তম ওভারের ঘটনা। ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রডের দুর্ধর্ষ বোলিংয়ে রীতিমতো ধাক্কা খাচ্ছে ভারত। পর পর দুই বলে দুই উইকেট। প্রথমে আউট অধিনায়ক বিরাট কোহলি। পরের বলে মাঠে নতুন আসা দীনেশ কার্তিক। ফলে হ্যাটট্রিকের সুযোগ ব্রডের সামনে। 

বাবা ক্রিস ব্রডের সঙ্গে স্টুয়ার্ট ব্রড

ভারতের স্কোর ৬১/৬। কিন্তু ঠিক সেই সময়ই টিভির পর্দায় এক অবিশ্বাস্য জিনিস লক্ষ্য করা গেল। দেখা গেল 'ক্রিস ব্রড অন-এ হ্যাটট্রিক'। ভাবছেন এ আবার কী! স্টুয়ার্ট ব্রডের জায়গায় ক্রিস ব্রড! হ্যাঁ তাই। অবশ্য ভুলবশত। কিন্তু কে এই ক্রিস?

ক্রিস ব্রড প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার এবং স্টুয়ার্ট ব্রডের বাবা। যিনি এই মুহূর্তে আইসিসি-র এলিট প্যানেল রেফারির সদস্য।

বিডি প্রতিদিন/১৪ আগস্ট ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর