১৫ আগস্ট, ২০১৮ ১০:৩৭

পগবাকে পেতে মরিয়া বার্সা, বাড়ছে হতাশা

অনলাইন ডেস্ক

পগবাকে পেতে মরিয়া বার্সা, বাড়ছে হতাশা

ফাইল ছবি

ফ্রান্সের অন্যতম সেরা তারকা পল পগবার দিকে বার্সেলোনা অনেক আগে থেকেই। চলতি মৌসুমে বেশ শক্তভাবেই পগবাকে পেতে চাইছিল কাতালান ক্লাবটি। সার্জিও বুসকেটস, রাকিটিচ, কুতিনহোর সঙ্গে পগবাকে নিয়ে মাঝ মাঠকে আরও শক্তিশালী করাই লক্ষ্য ছিল মেসিদের। কিন্তু সেই আশা আর পূরণ হচ্ছে না বার্সার!

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় ওয়েস ব্রাউনের ভাষ্য মতে, ম্যানইউ ছাড়ছেন না পগবা। তিনি বলেন, ‘পগবা থাকছেন। সে একজন ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়। শুক্রবার দলের অধিনায়ক ছিল সে। পেনাল্টি থেকে একটা গোল করেছেন, দারুণ একটা বিশ্বকাপ কাটিয়েছে। আমি আশা করছি সে এটা ধরে রাখতে পারবেন এবং ইউনাইটেডের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটাবেন।’

তবে পগবা নিজে এখনও কোনো সিদ্ধান্ত দেননি। ২০২১ সালের জুন পর্যন্ত ম্যানইউর সঙ্গে চুক্তি হয়ে আছে তার। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিও তাকে ছাড়তে চায় না। দলে ভিড়িয়ে রাখতে নতুন মৌসুমে দলের নেতৃত্বের আর্মব্যান্ডও বেধে দেওয়া হয়েছে তার হাতে। কিন্তু দীর্ঘদিন থেকে ম্যানইউ কোচ হোর্হে মরিনহোর সঙ্গে চলে আসা বিবাদ ভুলে পগবা থেকে যাবেন কিনা তা পরিষ্কার নয়!

তবে পগবাকে পাওয়ার আশা ছাড়ছে না কাতালান ক্লাবটি। এজেন্ট মিনো রাইয়োলার সঙ্গে নিয়মিতই যোগাযোগ রাখছে বার্সা।

বিডি প্রতিদিন/ ১৫ আগস্ট ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর