১৫ আগস্ট, ২০১৮ ১১:৪৩

ক্রোয়েশিয়া ফুটবলকে বিদায় জানিয়ে মানজুকিচের আবেগঘন বার্তা

অনলাইন ডেস্ক

ক্রোয়েশিয়া ফুটবলকে বিদায় জানিয়ে মানজুকিচের আবেগঘন বার্তা

রাশিয়া বিশ্বকাপে পুরো ফুটবল জগতকে চমকে দিয়ে ফাইনাল খেলেছে ক্রোয়েশিয়া। আর সেই দলের অন্যতম সদস্য মারিও মানজুকিচ। রাশিয়া বিশ্বকাপে দলকে ফাইনালে ওঠানোয় যার অবদানটা ছিল বাকি অনেকের চেয়ে বেশি। আর এবার এই তারকাই ক্রোয়েশিয়া ফুটবল দলকে বিদায় জানালেন।

বিদায় বলার সময় সমর্থকদের উদ্দ্যেশ্যে আবেগি এক খোলা চিঠি লিখেছেন মানজুকিচ। তার ভাষায়, "অবসরের জন্য কোন সঠিক সময় নেই। যদি সম্ভব হত আমি মৃত্যুর আগ পর্যন্ত খেলে যেতাম। কারণ এর চেয়ে গর্বের আর কিছু নেই। কিন্তু আমার মনে হয় বিদায় বোলার সময় এসেছে। আমি আমার সেরাটা দিয়েছে, ক্রোয়েশিয়ার সর্বোচ্চ সাফল্যের অংশীদারও আমি।"

উল্লেখ্য, ২০০৭ সালে জাতীয় দলের হয়ে খেলা শুরুর করা মানজুকিচ খেলেছেন ২০১৪ বিশ্বকাপও। ক্রোয়েশিয়ার ইতিহাসের দ্বিতীয় গোলদাতা তিনি। মানজুকিচের সামনে আছেন কেবল কিংবদন্তী ডেভর সুকার। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার হয়ে যুগ্ম সর্বোচ্চ গোলদাতা মানজুকিচ, এখানে সুকারকে ধরে ফেলেছিলেন তিনি। 

বিডি প্রতিদিন/ ১৫ আগস্ট ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর