১৬ আগস্ট, ২০১৮ ০৬:২৭

দেশের জার্সিতে নিজেকে আড়াল করছেন মেসি, কিন্তু কেন?

অনলাইন ডেস্ক

দেশের জার্সিতে নিজেকে আড়াল করছেন মেসি, কিন্তু কেন?

সোশ্যাল মিডিয়ায় তুমুল হট্টগোল চলছে৷ মিনিটে মিনিটে পোস্ট আর কমেন্টে ঝড়তো আছেই। কারণ ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি নাকি অবসর নিচ্ছেন, সেটাও মৌনভাবে সবার আড়ালে৷ ভুল ভাঙবে পুরো খবরটা জানলে৷

আর্জন্টাইন মিডিয়ায় প্রকাশিত খবর অনুয়ায়ী, মেসি আপতত দেশের হয়ে ২০১৮ সালে কোনও ম্যাচে মাঠে নামবেন না৷ আর্জেন্টিনার অন্তবর্তীকালীন কোচের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েও নাকি আলোচনা করেছেন মেসি। 

সেপ্টেম্বরেই জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল মেসির৷ সামনেই গুয়াতেমালা ও কলোম্বিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে আর্জেন্টিনার৷ সেই ম্যাচগুলিতেই নাকি দেখা যাবে না মেসিকে৷ কিন্তু দেশের জার্সিতে নিজেকে কেন আড়াল করছেন মেসি?

অনেকেই বলছেন, বিশ্বকাপে ফ্রান্সের কাছে প্রি-কোয়ার্টার ফাইনাল পর্বের হার, রাশিয়ায় জঘন্য টিম পারফর্ম্যান্স, এসবের হতাশা থেকে নাকি বেড়িয়ে আসতে পারেননি লিও৷ সেকারণেই চলতি বছরে আর দেশের জার্সি গায়ে চাপাতে চাইছেন না তিনি৷

পালটা যুক্তিও রয়েছে৷ নিন্দুকরা বলছেন, নিজেই দ্বিতীয় বারের জন্য অবসর নিয়ে ফেললেন মেসি৷ হারের ব্যর্থতা, দায় সব মাথায় নিয়ে৷ আর সেই অবসরটা একেবারে সবার আড়ালেই নিয়ে ফেললেন৷ মেসি অবশ্য সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জনের মাঝে মুখে কুলুপ এটেছেন৷ তিনি নিজে মৌনব্রত থাকায় লিও’র অঘোষিত অবসর নিয়ে জল্পনা আরও দানা বাঁধছে৷


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর