Bangladesh Pratidin

প্রকাশ : ১৬ আগস্ট, ২০১৮ ১১:০৬ অনলাইন ভার্সন
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়াদেকার আর নেই
অনলাইন ডেস্ক
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়াদেকার আর নেই
অজিত ওয়াদেকার

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অজিত ওয়াদেকার (৭৭) মারা গেছেন। বুধবার রাতে মুম্বাইয়ের জশলোক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ জয় করা তৎকালীন অধিনায়ক অজিত ওয়াদেকার দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। তার মৃত্যুতে ভারতীয় ক্রীড়া জগতে শোকের ছায়া নেমে এসেছে।
 
১৯৬৬ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ক্যারিয়ারে ৩৭টি টেস্ট খেলেছেন বাঁহাতি ব্যাটসম্যান ওয়াদেকার। আক্রমণাত্মক ব্যাটিং ও স্লিপে ভালো ফিল্ডিংয়ের কারণেও পরিচিতি ছিল তার। ৩১.০৭ গড়ে তিনি ২১১৩ রান করেছেন। ১৯৬৭-৬৮ মৌসুমে ভারতের নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটন টেস্টে তার ১৪৩ ‍ রানের সুবাদে প্রথমবারের মতো দেশের বাইরে টেস্ট সিরিজ জেতে ভারত।

টেস্টে দারুণ খেললেও ওয়ানডেতে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ওয়াদেকার। এছাড়া ২৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ ও পাঁচটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

আপনার মন্তব্য

up-arrow