১৭ আগস্ট, ২০১৮ ১২:৩৬

তীব্র সমালোচনার মুখে রিয়াল, নিশ্চয়তা দিলেন রামোস

অনলাইন ডেস্ক

তীব্র সমালোচনার মুখে রিয়াল, নিশ্চয়তা দিলেন রামোস

উয়েফা সুপার কাপে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হেরে সমর্থক থেকে শুরু করে সাবেকদের তীব্র সমালোচনার মুখে পড়েছে রিয়াল মাদ্রিদ। অবস্থা এমনই যে, রিয়াল যে জেতার সামর্থ্য রাখে কিংবা ভবিষ্যতে জিতবে তার নিশ্চয়তা দিতে হচ্ছে অধিনায়ক সার্জিও রামোসকে।

টুইটারে এক পোস্টে তিনি লিখেছেন, 'আমরা সব পরাজয় থেকেই কিছু না কিছু শিখি। আমরা আবার জয়ের মর্যাদা ফিরিয়ে আনব। কেউ এতে দ্বিমত করতে পারবে না।'

উল্লেখ্য, টালিনে বুধবার নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ৪-২ গোলে হেরে উয়েফা সুপার কাপের শিরোপা খুইয়েছে রিয়াল। ২০০০ সালের পর কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতার ফাইনালে রিয়ালের হেরে যাওয়ার প্রথম ঘটনা এটি। অনেকে এই হারের সঙ্গে ক্লাবের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসে পাড়ি দেওয়ার যোগসুত্র খুঁজে পাচ্ছেন।

বিডি প্রতিদিন/ ১৭ আগস্ট ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর