১৭ আগস্ট, ২০১৮ ১৫:৩৬

স্পট ফিক্সিং; পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদ ১০ বছর নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

স্পট ফিক্সিং; পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদ ১০ বছর নিষিদ্ধ

পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদকে আজ শুক্রবার ১০ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল ২০১৬-১৭ মৌসুমে পাকিস্তান সুপার লিগ (পিসিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় তাকে তা নিষেধাজ্ঞা দিয়েছে।

এ নিষেধাজ্ঞার ফলে এক দশক ধরনের ক্রিকেটই খেলতে পারবেন না নাসির জামশেদ। নিষেধাজ্ঞা শেষ হতে হতে নাসিরের বয়স হবে ৩৮। নিষেধাজ্ঞা না কমলে এ ক্রিকেটারের ক্যারিয়ারেই দাঁড়ি পড়ে যাবে।

নাসির জামশেদের নিষেধাজ্ঞা নিয়ে পিসিবির টুইট

পিসিএল স্পট ফিক্সিংয়ের অভিযোগে গত বছর পিসিবির নিষেধাজ্ঞার কবলে পড়েন ২৮ বছর বয়সী এ ক্রিকেটার। ১ বছরের সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছিল চলতি বছরের এপ্রিলে। 

পিসিবির আনা সাতটি অভিযোগের প্রেক্ষিতে সেই নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে নাসির জামশেদ তখন অভিযোগ অস্বীকার করেছিলেন। যার কারণে পিসিবি অবসরপ্রাপ্ত বিচারপতি ফজল ই মিরান চৌহান, সাবেক ক্রিকেটার আকিব জাভেদ ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহজেইব মাসুদকে নিয়ে দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনাল গঠন করে। সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর