১৭ আগস্ট, ২০১৮ ২০:৫৮

বাজপেয়ীর প্রয়াণে উল্টো পথে হেঁটে বিতর্কে বিরাট কোহলি

অনলাইন ডেস্ক

বাজপেয়ীর প্রয়াণে উল্টো পথে হেঁটে বিতর্কে বিরাট কোহলি

ফাইল ছবি

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণের পর সোশ্যাল মিডিয়ায় সবাই যখন শোকবার্তা প্রকাশ করেছেন, তখন উল্টো পথে হেঁটে বিতর্কে জড়ালেন বিরাট কোহলি৷

বৃহস্পতিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অটল বিহারী বাজপেয়ী৷ নয়াদিল্লির এইমস হাসপাতালে গত দু’মাস ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি৷ গত দু’দিন ধরে তাঁর অবস্থা আরও সংকটজনক হয়ে উঠেছিল৷ মঙ্গলবার থেকে তাকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়৷ 

বুধবার থেকে বন্ধ হয়ে যায় বাজপেয়ীর শরীরের বেশিরভাগ অঙ্গের কাজ৷ ভেন্টিলেশনে চলে যান তিনি৷ এরপর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অটল বিহারী বাজপেয়ী৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর৷

 বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন বিরাট৷ সেই পোস্টটি একেবারেই প্রচারমূলক৷ পোস্টটিতে একটি ফ্যাশন ব্যান্ডের প্রচার করেছেন ভারত অধিনায়ক৷ এই নিয়েই যত বিতর্ক৷ 

অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে ভারত জুড়ে যখন শোকের আবহ, সেখানেই তার এই পোস্টকে সুনজরে দেখেনি ভক্তরা৷ ‘wrogn’ নামের একটি ইউথ ফ্যাশন ব্র্যান্ডের অ্যাম্বাসাডার হিসেবে যুক্ত রয়েছেন বিরাট৷ সেই ব্র্যান্ডেরই প্রচারের টুইটারে পোস্ট করেছিলেন তিনি৷ এরপর তাকে কটাক্ষ করেছেন সমর্থকরা৷  পরে অবশ্য টুইটে অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণে শোকবার্তা পোস্ট করেছেন ভিকে৷


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর