১৭ আগস্ট, ২০১৮ ২১:৫৫

টেস্ট ক্রিকেটে ওপেন করতে প্রস্তুত রোহিত শর্মা

অনলাইন ডেস্ক

টেস্ট ক্রিকেটে ওপেন করতে প্রস্তুত রোহিত শর্মা

ফাইল ছবি

তাকে মূলত সীমিত ওভারের ক্রিকেটের জন্য বিবেচনা করেন ভারতের জাতীয় নির্বাচকরা৷ ওয়ান ডে ও টি-২০ ক্রিকেটে টিম ইন্ডিয়ার নিয়মিত সদস্য৷ জোড়াসেঞ্চুরি দিয়ে টেস্ট ক্যারিয়ারের শুরুটাও দুরন্তভাবে করেছিলেন৷ তবে ধারাবাহিকতা দেখাতে না পারায় টেস্ট দলে জায়গা পাকা করতে পারেননি রোহিত শর্মা৷

চলতি ইংল্যান্ড সফরের টি-২০ ও ওয়ান ডে সিরিজে দু’টি শতরান করলেও টেস্ট টিমে জায়গা পাননি হিটম্যান৷ সফরের প্রথম দু’টি টেস্টে ভারতের ব্যাটিং বিপর্যয়ে, বিশেষ করে পৃথক ওপেনিং জুটি চূড়ান্ত ব্যর্থ হওয়ায় ওপেনার হিসাবে দলের দায়িত্ব নেওয়ার আগ্রহ দেখালেন রোহিত শর্মা৷ তিনি স্পষ্ট জানিয়ে দেন, ওপেনার হিসাবে বিবেচনা করা হলে তিনি দায়িত্ব নিতে প্রস্তুত৷

ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারত৷ নটিংহ্যামে তৃতীয় টেস্টের সময় ঘোষিত হবে সিরিজের বাকি দু’টি টেস্টের দল৷ এমন একটা সময়ে রোহিত নিজের নাম ভাসিয়ে দিলেন হাওয়ায়৷

এমনিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে গত মাসে দু’টি সেঞ্চুরি করার পরেও টেস্ট দলের জন্য নির্বাচকরা রোহিতকে উপেক্ষা করায় বিকর্ক শুরু হয়েছিল৷ তার জায়গায় করুণ নায়ার টেস্ট স্কোয়াডে জায়গা পাওয়ায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে সমর্থকদের৷ এই অবস্থায় ট্রেন্ট ব্রিজে ওপেনিং জুটি ব্যর্থ হলে সাম্প্রতিক ফর্মের নিরিখে রোহিতকে একেবারে হিসাবের বাইরে রাখতে পারবেন না এমএসকে প্রসাদরা৷

এখনও পর্যন্ত দেশের হয়ে ২৫টি টেস্ট খেলেছেন রোহিত৷ সাদা বলের ক্রিকেটে ওপেন করলেও টেস্টে তাকে সাধারণত মিডল অর্ডারে ব্যাট করতে দেখা যায়৷ রোহিত নিজেই টেস্টে ওপেন করতে আগ্রস প্রকাশ করায় ছবিটা বদলায় কি না, সেটাই এখন দেখার৷

টেস্টে ওপেনিং প্রসঙ্গে রোহিত বলেন, ‘এখনও পর্যন্ত আমাকে কখনও টেস্টে ওপেন করতে বলা হয়নি৷ তবে টিম ম্যানেজমেন্টের প্রয়োজন মতো আমি যে কোনও জায়গায় ব্যাট করতে প্রস্তুত৷ যখন থেকে খেলা শুরু করেছি বা জাতীয় দলে সুযোগ পাওয়ার পর, আমি নিজেকে ওয়ান ডে’র ওপেনার হিসাবে দেখিনি৷ তবে পরিস্থিতির বিচারে আমাকে ওপেন করতে হয়েছে৷ আমি সব পরিস্থিতির জন্যই নিজেকে তৈরি রাখিষ সুতরাং টেস্টে ওপেন করতে বলা হলে আমি প্রস্তুত৷’

রোহিত আরও জানান, ‘আমি টেস্ট দলের শরিক হতে চাই৷ তবে দলে জায়গা পাওয়া আমার হাতে নেই৷ আমাকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে৷ নিজেকে তৈরি রাখতে হবে৷ টেস্ট দলে ফেরার জন্য আমি সব রকম প্রয়াস চালিয়ে যাচ্ছি৷’  

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর