১৮ আগস্ট, ২০১৮ ১৪:০৮

অনন্য কীর্তির অপেক্ষায় ব্রড

অনলাইন ডেস্ক

অনন্য কীর্তির অপেক্ষায় ব্রড

টেস্ট সিরিজে এজবাস্টনের পর দ্বিতীয় ম্যাচে লর্ডসেও ইংল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে ভারতীয় ক্রিকেট দল। ইনিংস ও ১৫৯ রানে হেরে পাঁচ টেস্টের সিরিজে ০-২ য়ে পিছিয়ে পড়েছে কোহলিরা। অন্যভাবে বললে, ভারত শিবির এখন যতটা অন্ধকারে আছে ততটাই আলো ছড়াচ্ছে টিম ইংল্যান্ড।

আজ সিরিজের তৃতীয় টেস্টে ট্রেন্ট ব্রিজে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-ভারত। এই টেস্টে ১২ রান করলেই অসাধারণ এক ডাবল অর্জন করবেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। দলের হয়ে সাদা পোশাকে ব্রড বল হাতে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন আগেই। এখন তার উইকেটসংখ্যা ৪২৪। ব্যাট হাতে আর ১২ রান করলেই স্পর্শ করবেন ৩ হাজার রান ও ৪০০ উইকেটের ডাবল।

টেস্ট ক্রিকেটের ১৪১ বছরের ইতিহাসে এই ডাবল আছে আর কেবল চারজনের- শেন ওয়ার্ন, কপিল দেব, শন পোলক, রিচার্ড হেডলি।

বিডি প্রতিদিন/ ১৮ আগস্ট ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর