Bangladesh Pratidin

প্রকাশ : ১৮ আগস্ট, ২০১৮ ১৪:৫১ অনলাইন ভার্সন
মুখ খুললেন ডি' ভিলিয়ার্স, ফাঁস করলেন সেই রহস্য!
অনলাইন ডেস্ক
মুখ খুললেন ডি' ভিলিয়ার্স, ফাঁস করলেন সেই রহস্য!
ফাইল ছবি

হুট করে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি' ‌ভিলিয়ার্স। দেশের হয়ে ১১৪টি টেস্ট, ২২৮টি ওয়ানডে এবং ৭৮টি টি-২০ খেলে সরে দাঁড়িয়েছিলেন এবি ডি। অবসরের প্রায় দেড়মাস পরে সরে দাঁড়ানোর আসল কারণ জানিয়েছেন তিনি। 

তিনি ২২ গজে গেলেই ভক্তরা তার ব্যাটে ঝড় দেখতে চাইছেন। অনেক দুরন্ত ইনিংস উপহার দিয়েছেন। এবি ডি'র কথায়, ‘‌চাপটা আর নিতে পারছিলাম না। প্রতিদিন খেলার এত চাপ। দিনের পর দিন ভাল খেলার চাপ। যা আর সহ্য করতে পারছিলাম না। নিজের একটা প্রত্যাশা থাকে। এমনকি ভক্ত, দেশ কিংবা কোচও প্রত্যাশা করে থাকে। এটা দিনদিন বেড়েই যাচ্ছিল।’‌ 

এপ্রিলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছেন। তাছাড়া চোটও যথেষ্ট ভুগিয়েছে তাকে। পরিবারকে সঠিক সময় দিতেও পারছিলেন না। তাই অবসর নেওয়ার পর তার মনে কোনও ক্ষোভ নেই। হতাশাও নেই। 

এবিডি জানিয়েছেন, ‘‌আমি এখন ক্রিকেটকে আর মিস করি না। দীর্ঘদিন ক্রিকেট খেলেছি। সঠিক সময়েই সরে গেছি। কোনও দুঃখ নেই।’‌ উল্লেখ্য, ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক ঘটেছিল এবি ডি'র। টেস্টে করেছেন ৮৭৬৫ রান। একদিনে রয়েছে ৯৫৭৭ রান। টি-২০ ক্রিকেটে রয়েছে ১৬৭২ রান। 

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

আপনার মন্তব্য

up-arrow