১৮ আগস্ট, ২০১৮ ১৮:২১

ইমরান খানের শপথগ্রহণে গিয়ে বিপাকে নভজ্যোৎ সিধু

অনলাইন ডেস্ক

ইমরান খানের শপথগ্রহণে গিয়ে বিপাকে নভজ্যোৎ সিধু

সংগৃহীত ছবি

পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান। শনিবার পাক প্রেসিডেন্টের সরকারি বাসভবনে শপথ নিলেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করালেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেন। 

এদিনের অনুষ্ঠানে সে দেশের একঝাঁক নেতা-মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধুও। আর সেই নিয়েই এবার নানা মহলে দেখা দিয়েছে বিতর্ক। অনুষ্ঠানে পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে বসেন তিনি। এছাড়া পাক সেনা প্রধানের সঙ্গে দেখা হওয়ার পর জড়িয়েও ধরেন। আর এই নিয়েই কেউ কেউ সমালোচনা করেছেন। 

তবে এসবে কান দিতে নারাজ এই সাবেক ক্রিকেটার। তিনি বলেন, ‌‘‌আমি ভারত থেকে ভালবাসার বার্তা নিয়ে পাকিস্তানে এসেছিলাম। কিন্তু যতটা নিয়ে এসেছিলাম তার থেকে ১০০ গুণ বেশি ফেরত নিয়ে যাচ্ছি। সুদে আসলে ভালবাসা ফেরত পেয়েছি।’ 

এছাড়া ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘এটা আমাদের দায়িত্ব যে দেশে ফিরে নিজেদের সরকারকে বলা শান্তির স্থাপনের প্রতি ‌এক পা অন্তত এগুতে। আশা করি আমরা এক পা এগুলে এখানকার মানুষ দু’‌পা এগোবে। জেনারেল বাজওয়া আমাকে জড়িয়ে ধরেন এবং বলেন, আমরা শান্তি চাই। ’ ‌ তবে এই নিয়ে বিতর্কে যেতে নারাজ জম্মু-কাশ্মীরের কংগ্রেস নেতারাও।‌‌‌‌

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর