১৯ আগস্ট, ২০১৮ ২১:২১

কাতারকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের যুবারা

অনলাইন ডেস্ক

কাতারকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের যুবারা

এশিয়ান গেমসে টিকে থাকার লড়াইয়ে রবিবার জাকার্তার প্যাট্রিয়ট স্টেডিয়ামে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। প্রতিপক্ষ ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। হাড্ডা-হাড্ডি লড়াই। 

ম্যাচের সময় প্রায় শেষ। যোগ করা সময়ের খেলা চলছে। এমন সময়ে  হ্যান্ডবলের আবেদন করেও পায়নি কাতার, বাংলাদেশ নিজেদের সৌভাগ্যবান মনে করতেই পারে। গোলশূন্য ড্রতেই ম্যাচটা শেষ হবে মনে হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে কাতারের বক্সের ঠিক বাইরে বল পেলেন জামাল ভুঁইয়া। আর ভুল করেননি। অসধারণ গোল।শেষ মিনিটে এসে জামাল ভুঁইয়ার গোলে কাতারকে ১-০ ব্যবধানে কাতারকে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।

আগের ৫ আসরে অংশ নিয়ে কখনই গ্রুপ পর্বের বাধা ডিঙ্গানো হয়নি লাল সবুজের প্রতিনিধিদের। এবার খুলল সেই বাঁধা। ইন্দোনেশিয়ায়  লেখা  হলো নতুন কোন ইতিহাস।

এর আগে গ্রুপের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের সঙ্গে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশের ছেলেরা। অবশ্য প্রথম ম্যাচে উজবিকিস্তানের কাছে তিন গোলে হেরেছিল তারা। 

বাংলাদেশ এমন একটি দলকে হারিয়েছে যারা শক্তি-সামর্থ্যের বিচারে অনেক এগিয়ে। তা ছাড়া ফিফা র‌্যাঙ্কিংয়ে কাতার আছে ৯৮তম স্থানে, আর বাংলাদেশ অনেক পিছিয়ে আছে ১৯৪তম স্থানে। সে দলটির বিপক্ষে জয় পাওয়া অনেক বড় অর্জনই বটে।

বিডি প্রতিদিন/১৯ আগস্ট ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর