২০ আগস্ট, ২০১৮ ২২:০৮

সৌরভকে টপকে বিরাট নজির কোহলির

অনলাইন ডেস্ক

সৌরভকে টপকে বিরাট নজির কোহলির

ইংল্যান্ডের মাটিতে বিরাট নজির গড়লেন কোহলি৷ নটিংহ্যামে রুটেদের বিরুদ্ধে তৃতীয় টেস্টে দারুণ ব্যাটিং করেছেন বিরাট৷ ট্রেন্টব্রিজে প্রথম ইনিংসে অল্পের জন্য শতরান হাতছাড়া করলেও তার ৯৭ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে তিনশ রানের গন্ডি পেরিয়েছিল ভারত৷ 

এজবাস্টনে শতরান হাঁকানোর পর নটিংহ্যামও শতরান হাঁকানোর সুযোগ ছিল কোহলির সামনে৷ দ্বিতীয় শতরান না পেলেও বিদেশের মাটিতে ভারতীয় টেস্ট কাপ্তানদের মধ্যে সর্বাধিক রান হাঁকানোর মাইলস্টোন গড়ে ফেললেন বিরাট৷

এতদিন ভারতীয় অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে টেস্টে সর্বাধিক রানের মালিক ছিলেন সাবেক অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ দেশের বাইরে টেস্ট অধিনায়ক হিসেবে সৌরভের ঝুলিতে রয়েছে ১৬৯৩ রান৷ ট্রেন্টব্রিজে ৯৭ রানের ইনিংস খেলে সৌরভের এই রানের গন্ডি টপকে গিয়েছেন বিরাট৷

এই মুহূর্তে বিদেশের মাটিতে টেস্ট অধিনায়ক হিসেবে কোহলির ঝুলিতে রয়েছে ১৭৩১ রান৷ সৌরভের এই কীর্তি টপকে যেতে বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে কোহলি খেলেছেন ১৯টেস্ট, আর বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে সৌরভের ১৬৯৩ রান ছিল ২৮টেস্টে৷ একনজরে বিদেশের মাটিতে ভারতীয় অধিনায়কদের সর্বাধিক রান-

১) বিরাট কোহলি- ১৭৩১রান- ১৯ টেস্টে
২)সৌরভ গঙ্গোপাধ্যায়- ১৬৯৩ রান- ২৮ টেস্টে
৩) মহেন্দ্র সিং ধোনি- ১৫৯১ রান- ৩০ টেস্টে
৪) মহম্মদ আজহারউদ্দিন-১৫১৭ সাল, ২৭টেস্ট
৫)রাহুল দ্রাবিড়-১২১৯ রান, ১৭টেস্ট৷

 


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর