১৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৫৩

‘সুপার ক্লাসিকো’র আগে ইরাকের সঙ্গে খেলবে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

‘সুপার ক্লাসিকো’র আগে ইরাকের সঙ্গে খেলবে আর্জেন্টিনা

সংগৃহীত ছবি

রাশিয়া বিশ্বকাপ শেষে ফের জমে উঠেছে আন্তর্জাতিক ফুটবল। প্রীতি ফুটবল ম্যাচে ইতোমধ্যেই অংশ নিয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, ক্রোয়েশিয়া স্পেন। অক্টোবরে সৌদি আরবের রিয়াদে ‘সুপার ক্লাসিকো’ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার। 

তবে উত্তেজনাকর এ ম্যাচের আগে একই শহরে ইরাকের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছেন ম্যারাডোনার উত্তরসূরিরা।

জানা গেছে, ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে মিশরের বিপক্ষে একটি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। তবে এটি এখনো নিশ্চিত হয়নি। চলতি সপ্তাহেই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।

অক্টোবরের ১৬ তারিখ মাঠে গড়াবে ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার ‘সুপার ক্লাসিকো’ ম্যাচটি। সে ম্যাচের আগে একই ভেন্যু রিয়াদে মাসের ১২ তারিখে ইরাকের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। বর্তমান ফিফা র‍্যাংকিংয়ে ৮৯তম অবস্থানে রয়েছে ইরাক।

বিডি-প্রতিদিন/ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর