১৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:১২

বাদ পড়লেন সেই গোলরক্ষক সোহেল

অনলাইন ডেস্ক

বাদ পড়লেন সেই গোলরক্ষক সোহেল

আগামী ১ অক্টোবর থেকে সিলেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট 'বঙ্গবন্ধু গোল্ডকাপ'। আর এই টুর্নামেন্টের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে দলে রাখা হয়নি সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে ম্যাচে শিশুসুলভ ভুলে বাংলাদেশকে ডুবানো সেই গোলরক্ষক শহিদুল আলম সোহেলকে।

সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম দুই ম্যাচে ভুটান এবং পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথেই ছিল বাংলাদেশ। নেপালের সঙ্গে কেবল ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে যাওয়া নিশ্চিত ছিল। কিন্তু সেই ম্যাচে বাংলাদেশকে হতাশ করেন গোলরক্ষক সোহেল। নেপালের করা একটি ফ্রি কিক হাতের মধ্যে নিয়েও জালের মধ্যে ছেড়ে দেন তিনি। শুরুর সেই হতাশা থেকে আর বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত নেপালের কাছে ২-০ গোলে হেরে সাফ থেকে বিদায় নেয় স্বাগতিকরা। বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা হয়। এবার সেই সোহেলকে বাদ দিয়ে দল ঘোষণা করলো বাফুফে।

প্রাথমিক দল
গোলরক্ষক : আশরাফুল ইসলাম রানা, রাসেল মাহমুদ, আনিসুর রহমান, মাহফুজ হাসান প্রিতম।

ডিফেন্ডার : তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, ওয়ালি ফয়সাল, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, নাসির উদ্দিন চৌধুরী, ইয়াসিন খান এবং আরিফুল ইসলাম।

মিডফিল্ডার : মামুনুল ইসলাম, জামাল ভুঁইয়া, আতিকুর রহমান ফাহাদ, মাশুক মিয়া জনি, বিপ্ল আহমেদ, ইমন মাহমুদ।

উইঙ্গার : রবিউল হাসান, সাদ উদ্দিন, জাফর ইকবাল, সোহেল রানা, ফয়সাল মাহমুদ, মোহাম্মদ ইব্রাহিম।

ফরোয়ার্ড : মাহবুবুর রহমান, শাখাওয়াত হোসেন রনি, নাবিব নেওয়াজ জীবন, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া এবং জাবেদ খান।

বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর