১৮ সেপ্টেম্বর, ২০১৮ ২০:৪৮

শিখর ধাওয়ানের শতকে বড় সংগ্রহের পথে ভারত

অনলাইন ডেস্ক

শিখর ধাওয়ানের শতকে বড় সংগ্রহের পথে ভারত

এশিয়া কাপের ১৪তম আসরের চতুর্থ ম্যাচে টসে হেরে ব্যাট করছে ভারত। দুর্বল হংকংয়ের বিপক্ষে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের দুর্দান্ত শতকে বড় সংগ্রহের পথে আছে এশিয়ার পরাশক্তিরা। 

যদিও নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে এশিয়া কাপে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা রোহিত শর্মা ওপেনিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি। ২২ বলে ৪ বাউন্ডারিতে ২৩ রান করে এহসান খানের শিকার হয়ে ফিরেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ফলে ৪৫ রানেই প্রথম উইকেটের পতন হয় ভারতের। পরে আম্বাতি রাইডুকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন শেখর ধাওয়ান। দ্বিতীয় উইকেট জুটিতে তারা ১১৬ রান যোগ করেন। রাইডু ৬০ রানে ফিরে গেলে গুরুত্বপূর্ণ এই জুটি ভাঙে। পরে দিনেশ কার্তিকের সঙ্গে জুটি বেধে দ্রুত গতিতে রান তুলেন ধাওয়ান। পরে ১২০ বলে ১২৭ রানে ফিরে যান ধাওয়ান। পরে উইকেট রক্ষক মহেন্দ্র সিং ধোনি রানের খাতা খোলার আগেই ফিরে যান। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতীয় দলের সংগ্রহ ৪২ ওভারের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ২৪৭ রান। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর