১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০১:২১

রেশটা ধরে রাখতে পারল না হংকং

অনলাইন ডেস্ক

রেশটা ধরে রাখতে পারল না হংকং

হংকংয়ের শুরুটা দুর্দান্ত হলেও রেশটা ধরে রাখতে পারলেন না ক্রিস্টোফার কার্টার ও বাবর হায়াত। মাত্র ৩ রান করে ফেরেন কার্টার। ব্যক্তিগত ১৮ রান করে যুজবেন্দ্র চাহালের শিকার হয়ে ফিরলেন বাবর।

শেষ খবর পর্যন্ত ৪৬ ওভার শেষে ৬ উইকেটে ২৩৫ রান তুলেছে হংকং।

এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেটে ২৮৫ রান করে ভারত। দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন শিখর ধাওয়ান (১২৭)। এটি তার ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। ১২০ বলে ১৫ চার ও ২ ছক্কায় এ ঝকঝকে ইনিংস খেলেন তিনি। এর মাঝে হাফসেঞ্চুরি করেন আম্বাতি রাইডু (৬০)।

প্রথমদিকে ভালোই রান ছিল রোহিত বাহিনীর। এক পর্যায়ে ২ উইকেটেই ২৪০ রান করে ফেলেন তারা। তবে ধাওয়ান ফেরার পরই মড়ক লাগে ভারতীয় শিবিরে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ধোনি তো রানের খাতাই খুলতে পারেননি। শেষ পর্যন্ত কার্তিকের ৩৩ রান ও কেদার যাদবের ২৮ রানের সুবাদে ৭ উইকেটে ২৮৫ রান তোলে ভারত।

হংকংয়ের হয়ে কিনচিত শাহ নেন ৩ উইকেট। ২ উইকেট শিকার করেন এহসান খান। ১টি করে উইকেট ঝুলিতে ভরেন এহসান নেওয়াজ ও আইজাজ খান।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর