১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০৬:৪৮

ভারতের ভিত নাড়িয়ে দিয়েছে হংকং

অনলাইন ডেস্ক

ভারতের ভিত নাড়িয়ে দিয়েছে হংকং

বাছাই পর্ব খেলেই এশিয়া কাপের মূল পর্বে আসা হংকং আসরের ফেভারিট দল ভারতের ভিত নাড়িয়ে দিয়েছে। ধোনি-রোহিতদের করা ২৮৬ রানের লক্ষ্য টপকাতে না পারলেও বুঝিয়ে দিয়েছে ভালো কিছু করার সামর্থ্য তাদেরও আছে।

মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারত অতি কষ্টে ২৬ রানে জিতেছে। ধাওয়ানদের করা ২৮৫ রানের জবাবে হংকংয়ের ইনিংস থামে ২৫৯ রানে।

ম্যাচে জিততে না পারলেও হংকংয়ের দুই ওপেনার নিজাকাত খান আর অংশুমান রাঠ রীতিমতো ইতিহাস গড়েছেন। দেশটির হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণের সামনে তারা গড়েছে ১৭৪ রেকর্ড গড়া জুটি।

সেঞ্চুরি থেকে মাত্র আট দূরে থেকে নিজাকাত (৯২) আউট হয়ে গেলেও বেশ প্রশংসা কুড়িয়েছেন। ১১৫ বলে ১২টি চার ও একটি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। অধিনায়ক অংশুমানও দারুণ একটি ইনিংস খেলেছেন, ৭৩ রান করেন ৯৭ বলে।
এর আগে শিখর ধাওয়ানের চমৎকার সেঞ্চুরির ওপর ভর করে ভারত ২৮৫ রান করে।

আজ বুধবার ভারত-পাকিস্তান মুখোমুখি হবে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর