২০ সেপ্টেম্বর, ২০১৮ ০৯:১০

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায়। ইতিমধ্যে সুপার ফোর নিশ্চিত হওয়ায় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। সেই হিসেবে তামিম ইকবালের অনুপস্থিতে আজ দলে ঢুকতে পারেন নাজমুল হোসেন শান্ত। আর সেটা হলে ওয়ানডে অভিষেক হয়ে যাবে তরুণ এই ক্রিকেটারের।

এদিকে, 'গুরুত্বহীন' এই ম্যাচে পাঁজরে চোট পাওয়া মুশফিকুর রহিমকে বিশ্রাম দেওয়া হতে পারে। আর সেটা হলে ২০১৫ বিশ্বকাপের পর আবারও ওয়ানডে ক্রিকেটে দেখা যাবে মুমিনুল হককে। অবশ্য এক্ষেত্রে আরিফুল হককে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আর সাকিব আল হাসানেরও বিশ্রাম দেওয়ার কথা শোনা যাচ্ছে। আর সেটা হলে সাকিবের জায়গায় আসতে পারেন আরিফুল হক।

এদিকে, বেঞ্চের বোলিং শক্তি ঝালিয়ে নিতে বোলিংয়েও পরিবর্তন আসতে পারে। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের জায়গা এই ম্যাচে দলে সুযোগ পেতে পারেন আবু হায়দার রনি। আবার বেশি পরীক্ষা চালালে মেহেদি হাসান মিরাজের জায়গায় আসতে পারেন নাজমুল ইসলাম অপু।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
১. নাজমুল হোসেন শান্ত
২. লিটন কুমার দাস
৩. সাকিব আল হাসান/আরিফুল হক
৪. মুমিনুল হক
৫. মোহাম্মদ মিঠুন
৬. মাহমুদুল্লাহ রিয়াদ
৭. মোসাদ্দেক হোসেন সৈকত
৮. মেহেদি হাসান মিরাজ/ নাজমুল ইসলাম অপু
৯. মাশরাফি বিন মর্তুজা
১০. রুবেল হোসেন
১১. আবু হায়দার রনি

বিডি-প্রতিদিন/২০ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর