২০ সেপ্টেম্বর, ২০১৮ ১১:৪৬

পরিসংখ্যানে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ

অনলাইন ডেস্ক

পরিসংখ্যানে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ

সংগৃহীত ছবি

১৪তম এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও বাংলাদেশ। সুপার ফোর নিশ্চিত হয়ে যাওয়ায় অনেকটা নির্ভার দুই দলই। তবে মর্যাদার প্রশ্নে আফগানদের বিপক্ষে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় মাশরাফি বাহিনী।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচের আগে ওয়ানডেতে পাঁচবার মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ। যার মধ্যে আফগানদের বড় ব্যবধানে হারিয়েছে মাশরাফি বাহিনী। তবে দুই বার জয় পেয়েছে রশিদ খানরা। এর মধ্যে আফগানদের দুটি জয়ই বাংলাদেশের ঘরের মাঠে। একটি এশিয়া কাপে ৩২ রানের জয়। অপরটি ২ উইকেটের দ্বি-পাক্ষিক সিরিজে। 

তবে চলতি এশিয়া কাপে দুই দলই জয় দিয়ে শুরু করেছে। এছাড়া বিভিন্ন দলের বিপক্ষে নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে বাংলাদেশ ৪টিতেই জয় পেয়েছে। আর আফগানিস্তান ৩টিতে।

আজকের ম্যাচে চোখ থাকবে বাংলাদেশের নবাগত মিথুন ও শান্তর দিকে। ভূমিকা রাখতে পারেন মুমিনুলও। তবে চোট জর্জরিত বাংলাদেশে দুঃসংবাদ হচ্ছে এ ম্যাচে তামিম না থাকা। না খেলার আশঙ্কা রয়েছে সাকিব-মুশফিকের।

অপরদিকে আফগানিস্তানের রহমত শাহ, রশিদ খান, মোহাম্মদ নাবী ও মুজিবুর রহমানের দিকে তাকিয়ে আছে আফগানরা।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর