২০ সেপ্টেম্বর, ২০১৮ ২০:৩৫

সাকিবের ঘূর্ণিতে দিশেহারা আফগানিস্তান

অনলাইন ডেস্ক

সাকিবের ঘূর্ণিতে দিশেহারা আফগানিস্তান

সাকিবের হুঙ্কারে দিশেহারা রশিদ খান-নবীরা। তার নজর কাড়া বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়েছে প্রতিপক্ষ। সাকিব এখন পর্যন্ত ৪টি উইকেট পেয়েছেন।

ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শাহজাদ ও শহীদী। তবে জ্বলে উঠা শাহজাদকে  ফেরালেন সাকিব। ব্যক্তিগত ৩৭ রানে রনিকের ক্যাচ দিয়ে সাকিবের বলে ফেরেন তিনি। এরপর নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন সাকিব। অধিনায়ক আসগরকে বোল্ড করেন সাকিব। ৮ রানে ফেরেন তিনি।

এরপর ব্যক্তিগত ১৮ রানে সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন সামিউল্লাহ শেনওয়ারী। অন্যদিকে জ্বলে উঠা হাশমতাউল্লাহ শহীদীকে ফেরান রুবেল হোসেন। ব্যক্তিগত ৫৮ রানে লিটনের ক্যাচে রুবেলের বলে ফেরেন শহীদী। এরপর আবারো উইকেটের দেখা পান সাকিব। ব্যক্তিগত ১০ রানেই সাকিবের বলে ফেরেন মোহাম্মদ নবী।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান। আজকের ম্যাচে যেই দল জিতবে সেই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় মাঠে নামে এই দুইদল। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক আসগর আফগান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৪৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান।

বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর