২০ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:৩৮

আফগান বোলারদের চাপে বিপাকে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

আফগান বোলারদের চাপে বিপাকে বাংলাদেশ

সংগৃহীত ছবি

আফগানিস্তানের দেয়া ২৫৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আফগান বোলারদের চাপে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ। দলীয় ৪৩ রানের মাথায় টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারায় টাইগাররা। এরপর ৭৯ রানের মাথায় সাকিব আল হাসানকে হারায় বাংলাদেশ। 

এর আগে ১৪তম এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচে প্রথমে ব্যাট করে ২৫৫ রান তুলে আফগানিস্তান। আফগানদের পক্ষে ৫৮ রান করেন শহীদী। এরপর ৩২ বলে ৫৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন রশিদ। অন্যদিকে ৩৮ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন নাঈব। এরই ফলে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৫ রান করে আফগানিস্তান।

উল্লেখ্য, ওয়ানডেতে পাঁচবার মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ। যার মধ্যে আফগানদের বড় ব্যবধানে হারিয়েছে মাশরাফি বাহিনী। তবে দুই বার জয় পেয়েছে রশিদ খানরা। এর মধ্যে আফগানদের দুটি জয়ই বাংলাদেশের ঘরের মাঠে। একটি এশিয়া কাপে ৩২ রানের জয়। অপরটি ২ উইকেটের দ্বি-পাক্ষিক সিরিজে। 

তবে চলতি এশিয়া কাপে দুই দলই জয় দিয়ে শুরু করেছে। এছাড়া বিভিন্ন দলের বিপক্ষে নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে বাংলাদেশ ৪টিতেই জয় পেয়েছে। আর আফগানিস্তান ৩টিতে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর