২১ সেপ্টেম্বর, ২০১৮ ১০:৫৬

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়। সুপার ফোরের এই পর্বে ফাইনালে যেতে হলে কমপক্ষে দুটি ম্যাচ জিততে হবে। তারপরও অন্য দলগুলোর ওপর নির্ভর করতে হবে। তবে তিনটি ম্যাচ জিতলেই সরাসরি ফাইনাল। তাই জয় ছাড়া বিকল্প কোনো কিছু ভাবছে না বাংলাদেশ। এজন্য শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে বিশ্রামে রাখা মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান আজকের ম্যাচে ফিরছেন এটা নিশ্চিত। এক্ষেত্রে গতকালের একাদশ থেকে বাদ পড়তে পারেন মুমিনুল হক ও আবু হায়দার রনি।

অভিষেক ম্যাচে নাজমুল হোসেন শান্ত ব্যর্থ হওয়ার পর ওপেনিংয়ে যদি লিটন দাসের সঙ্গে মোহাম্মদ মিঠুনকে পাঠানোর চিন্তা থাকে টিম ম্যানেজম্যান্টের, তাহলে বাদ পড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। সেক্ষেত্রে টিকে যেতে পারেন মুমিনুল হক। এদিকে, মুস্তাফিজ ফেরায় রুবেল হোসেন ও আবু হায়দায় রনি যে কোনো একজনকে একাদশের বাইরে চলে যেতে হবে। সেক্ষেত্রে অভিষেক ম্যাচে উজ্জ্বল আবু হায়দার রনিকে একাদশে দেখা যেতে পারে। আবার ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে অভিজ্ঞতা থাকার কারণে রুবেল হোসেনকে রেখেই একাদশ সাজানো হতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
১. লিটন দাস 
২. নাজমুল হোসেন শান্ত/মোহাম্মদ মিঠুন
৩. সাকিব আল হাসান
৪. মুশফিকুর রহিম
৫. মোহাম্মদ মিঠুন/মুমিনুল হক
৬. মাহমুদুল্লাহ রিয়াদ
৭. মোসাদ্দেক হোসেন
৮. মেহেদি হাসান মিরাজ
৯. মাশরাফি বিন মর্তুজা
১০. রুবেল হোসেন/ আবু হায়দার রনি
১১. মুস্তাফিজুর রহমান 

বিডি-প্রতিদিন/২১ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব

সর্বশেষ খবর