২১ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:৪২

মাঠের লড়াইয়ে মুখোমুখি ভারত-বাংলাদেশ

অনলাইন ডেস্ক

মাঠের লড়াইয়ে মুখোমুখি ভারত-বাংলাদেশ

ফাইল ছবি

চলতি এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় এই ম্যাচটি শুরু হয়েছে। 

দলে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ একাদশে ফিরেছেন মুশফিকুর রহিমও মুস্তাফিজুর রহমান। আফগানিস্তানের বিপক্ষে বিশ্রামে ছিলেন এই দু'জন। তবে দু'জনই ফিরছেন ভারতের বিপক্ষে ম্যাচে। 

ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হিসেবে নেমেছেন নাজমুল হাসান শান্ত। তবে নিজের অভিষেক ম্যাচে দারুণ পারফরম্যান্স করলেও বাদ পড়েছেন আবু হায়দার রনি। 

বাংলাদেশের একাদশ-

লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ভারতের একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর